Florida woman arrested: ফলোয়ার ১৫ হাজারের বেশি। প্রমাণ করছে ওই মহিলা তার পোষ্যের সঙ্গে যৌন কার্যকলাপে লিপ্ত তিনি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিজের পোষ্যের সঙ্গে যৌনতায় লিপ্ত। এমনই অভিযোগ উঠল ফ্লোরিডার এক 'সুন্দরীর' বিরুদ্ধে।
যিনি নিজেকে 'ডগ মম' বা 'কুকুরের মা' বলে ডাকেন। যার ইনস্টাগ্রামে ফলোয়ার ১৫ হাজারের বেশি।
পুলিস সূত্রে জানা গিয়েছে, জানুয়ারিতে কিছু টিপস পাওয়া যায় ওই মহিলার বিরুদ্ধে। তারপর থেকেই নজরে আনে ফ্লোরিডার স্থানীয় পুলিস।
তারপর জানা যায় তার প্রোফাইলে কিছু ভিডিয়ো রয়েছে সেগুলি প্রমাণ করছে ওই মহিলা তার পোষ্যের সঙ্গে যৌন কার্যকলাপে লিপ্ত তিনি।
২৭ বছর বয়সী ওই তরুণী লোগান গুমিনস্কিকে গ্রেফতার করে পুলিস। তার বিরুদ্ধে দুটি অভিযোগে অভিযোগ করা হয় - একটি প্রাণীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন এবং একটি প্রাণীর সঙ্গে যৌন মিলনের ভিডিয়ো করা।
২২শে মার্চ, গুমিনস্কিকে ১০,০০০ মার্কিন ডলার বন্ডে মুক্তি দেওয়া হয় এবং ২২শে এপ্রিল তাকে আদালতে হাজির হতে হবে।