Nita Ambani | IPL 2025: তাই শুধু না প্রতিটা প্লেয়ার তাঁর খুব কাছের এবং স্নেহের। কিন্তু দুই ভাই দীর্ঘ তিন বছর শুধুমাত্র ম্যাগি খেয়েই দিন কাটাতেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অর্থের অভাবে তাঁরা কেবল ম্যাগি খেয়েই কাটিয়েছিলেন। বর্তমানে বিশ্বাস করা কঠিন হলেও সত্যিটা তুলে ধরলেন খোদ নীতা আম্বানি।
নীতা আম্বানির কাছে সবসময় মুম্বাই ইন্ডিয়ান্স পরিবারের মতন। তাই প্রতিটা প্লেয়ার তাঁর খুব কাছের এবং স্নেহের।
নীতা জানান, রঞ্জি ট্রফির ম্যাচ দেখতে যেতেন। সেই সময়ই তাঁর চোখে পড়েন হার্দিক এবং ক্রুনাল।
তারপর আইপিএলে খেলা শুরু। আর বর্তমানে ভারতীয় দলেরও অন্যতম সেরা অলরাউন্ডার হার্দিক।
কিন্তু দুই ভাই দীর্ঘ তিন বছর শুধুমাত্র ম্যাগি খেয়েই দিন কাটাতেন এমনই অজানা তথ্য দিলেন নীতা।
২০১৫ সালের আইপিএল নিলামে হার্দিককে ১০ লাখে দলে নেয় মুম্বাই। আজ যিনি দলের অধিনায়ক। ২০১৬ সালে মুম্বই দলে ২ কোটিতে খেলার সুযোগ পেয়ে যান ক্রুণালও। বর্তমানে কাউকেই আর ফিরে তাকাতে হয়নি।