Chittoor Accident: বাসে মোট ২৬ জন যাত্রী ছিলেন। ট্রাকটি সোজা গিয়ে ধাক্কা মারে যাত্রী বোঝাই বাসে। ফলে বাস উলটে পড়ে যায়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়ংকর পথদুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে। দুর্ঘটনায় চারজনের মৃত্যু এবং ২২ জন গুরুতর আহত হয়েছে বলে জানা গিয়েছে।
ঘটনাটি ঘটে রাত ১১ টা ১৫ নাগাদ দিকে। জানা যায়, তিরুপতি থেকে ত্রিচির পথে একটি প্রাইভেট ট্রাভেল বাসের সঙ্গে ডাম্পার ট্রাকের সংঘর্ষ ঘটে। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় যাত্রীবাহী বাসটি।
পুলিস সূত্রে খবর, অভিযুক্ত ট্রাক চালকের গাফিলতির জেরে দুর্ঘটনাটি ঘটেছে। ট্রাকটি সোজা গিয়ে ধাক্কা মারে যাত্রী বোঝাই বাসে। ফলে বাস উলটে পড়ে যায়।
আহতদের ভেলোরের সিএমসি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
বাসে মোট ২৬ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পরেই ট্রাক চালক ঘটনাস্থল ছেড়ে চম্পট দিয়েছেন। তাঁর বিরুদ্ধে বিএনএসের অধীনে ১০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
ইতোমধ্যেই জেলা কালেক্টর দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আধিকারিকদের আহতদের যথাযথ চিকিৎসা দেওয়ার জন্য বলেছেন। পুলিস তদন্ত শুরু করেছে।