PHOTOS

Air India Plane Crash: কোথাও রানওয়ে বেহাল, কোনও প্লেনের চাকা লরির থেকেও খারাপ! এয়ারপোর্টগুলোয় যা তা

Air India Plane Crash: রানওয়ের খারাপ অবস্থা থেকে , রক্ষনাবেক্ষণের অভাব, একাধিক রোগ ভুগছে ভারতের বিমানবন্দরগুলি

 

Advertisement
1/7
আমদাবাদ বিমান দুর্ঘটনা
আমদাবাদ বিমান দুর্ঘটনা

আমদাবাদ বিমান দুর্ঘটনা কাঁপিয়ে দিয়েছে গোটা দেশকে। উড়ানের কয়েক সেকেন্ডের মধ্যেই সেটি ভেঙে পড়ে একটি হস্টেলের উপরে। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। এর পেছনে অনেক কারণ থাকতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এনিয়ে আরও প্রশ্ন তুলছে বিভিন্ন মহল।

 

2/7
ডিজিসিএ
ডিজিসিএ

দিল্লি ও মুম্বই বিমানবন্দর-সহ দেশের একাধিক বিমানবন্দরে প্রচুর সমস্যা রয়েছে। সাত দিনের মধ্যে ওইসব সমস্যার সমাধান করে ফেলতে নির্দেশ দিয়েছে ডিজিসিএ।

3/7
রক্ষনাবেক্ষণের অভাব
রক্ষনাবেক্ষণের অভাব

গত সপ্তাহে ডিজিসিএ বিমানবন্দরগুলির একটা সমীক্ষা করেছিল। সেখানে দেখা গিয়েছে বিমানবন্দরগুলির রক্ষণাবেক্ষণে বহু সমস্যা রয়েছে। 

 

4/7
বিমানের টায়ারের ঠিক নয়
বিমানের টায়ারের ঠিক নয়

ডিজিসিএর সমীক্ষায় দেখা গিয়েছে বহু বিমান টায়ার ক্ষয়ে গিয়েছে। ওইসব টায়ার ঠিক করার পরই উড়ানের নির্দেশ দেওয়া হয়েছে।

 

5/7
ওয়ার্কঅর্ডার মানা হয় না
ওয়ার্কঅর্ডার মানা হয় না

একটি বিমানবন্দরে দেখা গিয়েছে রানওের সেন্টার লাইনের ঠিক নেই। এয়ারক্রাফট রক্ষনাবেক্ষণের ক্ষেত্রে ওয়ার্কঅর্ডার মানা হয় না।

6/7
লগবুকে রেকর্ড
লগবুকে রেকর্ড

এয়ারক্রাফটের ডিফেক্ট সিস্টেম লগবুকে রেকর্ড করা হয় না।

7/7
গ্রাউন্ড হ্যান্ডেলিং ইকুইপমেন্ট
গ্রাউন্ড হ্যান্ডেলিং ইকুইপমেন্ট

থ্রাস্ট রির্জাভার, ফ্লাপ স্লট লিভার ঠিকঠাক লক করা হয় না। গ্রাউন্ড হ্যান্ডেলিং ইকুইপমেন্ট ব্যবহারের অযোগ্য।





Read More