Price Hike of Petrol and Diesel: পেট্রোল ডিজেলের দাম ফের বাড়ল কলকাতায়। গতকাল রবিবার এই দুই জ্বালানির যা দাম ছিল, আজ, সোমবার এ দুটিকে তার থেকে বেশি খরচ করে কিনতে হচ্ছে।
অয়ন ঘোষাল: কলকাতায় পেট্রোল ছিল ১০৫ টাকা ১ পয়সা। বেড়ে হল ১০৫ টাকা ৪১ পয়সা।
কলকাতায় ডিজেলের দাম ছিল ৯১ টাকা ৮১ পয়সা। বেড়ে হল ৯২ টাকা ১ পয়সা।
রাজ্যের অন্যান্য এলাকাতেও দাম বেড়েছে এই দুই জ্বালানির। বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম। যেমন, আলিপুরদুয়ারে পেট্রোলের দাম দাঁড়াল ১০৬ টাকা ৬৯ পয়সা।
বাঁকুড়ায় পেট্রোল ১০৬ টাকা ৩২ পয়সা প্রতি লিটার।
বীরভূমে পেট্রোলের দাম ১০৬ টাকা ০৫ পয়সা।
কোচবিহারে পেট্রোলের দাম ১০৬ টাকা ৫২ পয়সা।
বাঁকুড়ায় ডিজেলের দাম ৯২ টাকা ৮৭ পয়সা প্রতি লিটার।
বীরভূমে ডিজেলের দাম ৯২ টাকা ৪৭ পয়সা।
কোচবিহারে ডিজেলের দাম ৯২ টাকা ১১ পয়সা। দক্ষিণ দিনাজপুরে ডিজেলের দাম ৯২ টাকা ১৮ পয়সা।
নতুন দাম এখন থেকেই কার্যকর।