Gajakesari Yoga Before Holi 2025: শিবরাত্রি চলে গেল। অনেকের ভাগ্য খুলেছে। এবার আসছে দোল পূর্ণিমা। অনেকের ভাগ্য খুলবে। দোলের রং লাগবে মনে, মেজাজে, সিন্দুকেও।
যে যোগে এই কাণ্ড ঘটবে তার নাম গজকেশরী যোগ। তৈরি হচ্ছে ৫ মার্চ। দোল ১৪ মার্চ। তাই দোলের আগেই কয়েকটি রাশি এই যোগের জেরে সৌভাগ্যের সাহায্যে সাফল্যের একেবারে তুঙ্গে উঠে বসে থাকবেন।
আগামী ৫ মার্চ সকাল ৮টা ১২ মিনিটে তৈরি হচ্ছে এই যোগ। কী হবে এতে?
চাঁদ বৃষ রাশিতে প্রবেশ করবে। আর বৃষে ইতিমধ্যেই বসে আছেন বৃহস্পতিবার। এর জেরে এখানে তৈরি হবে গজকেশরী রাজযোগ। খুবই শক্তিশালী এই যোগ।
বিপুল অর্থনৈতিক উন্নতি হবে এই রাশির জাতকদের। দোলের আগেই এঁদের জীবন রেঙে উঠবে নানা সাফল্যে। তৈরি হবে টাকার নতুন উৎস।
মিথুন রাশির জন্য সময়টা খুবই ভালো। আধ্যাত্মিকতার দিক থেকে খুব তাৎপর্যময়। এঁদের চারপাশে এ সময়টায় একটা পজিটিভ অ্য়ামবিয়েন্স থাকবে। আসবে উন্নতি।
সমস্ত লক্ষ্য পূরণ হবে। পার্থিব প্রত্যাশা মিটবে। টাকাপয়সার পরিস্থিতির উন্নতি ঘটবে। চাঁদ-বৃহস্পতি যোগের জেরে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে, সন্তানদের সঙ্গেও সম্পর্ক খুব ভালো থাকবে।
(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)