Ganga Dussehra: জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে হস্ত নক্ষত্রে মা গঙ্গা মর্ত্যে অবতীর্ণ হন বলে বিশ্বাস। এদিকে আমাদের লোকায়ত বাংলায় দশহরার সঙ্গে মনসা পুজোরও একটা যোগ আছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জলকে কেন্দ্র করে যে একাধিক পুজো হয় তার মধ্যে অন্যতম গঙ্গা দশহরা। বৃহস্পতিবার, ৫ জুন পবিত্র গঙ্গা দশেরা বা গঙ্গা দশহরা উৎসব পালিত হচ্ছে। এই দিনটি দেবী গঙ্গার পৃথিবীতে অবতরণের দিন হিসেবে অত্যন্ত জাঁকজমকের সঙ্গে পালিত হয়।
কথায় বলে, দশহরায় বৃ্ষ্টি না হলে সাপের বিষ খুবই বেড়ে যায়। আমাদের লোকায়ত বাংলায় দশহরার সঙ্গে মনসা পুজোরও তাই একটা যোগ আছে।
গঙ্গা দশহরার তিথি ৪ জুন রাত ১১ টা ৫৪ মিনিট থেকে শুরু হচ্ছে। এই সময় থেকেই জ্যৈষ্ঠ মাসের শুল্ক পক্ষের দশমী তিথি পড়ছে। 'দশমী' তিথি নাম থেকেই এই তিথির নাম, ‘দশহরা’।
উদয়া তিথিকে নজরে রেখে ৫ জুন পালিত হবে গঙ্গা দশহরা। গঙ্গা দশহরা সকাল ৯ টা ১৪ মিনিটে থাকবে সিদ্ধি যোগ। এই তিথি শেষ হবে ৬ জুন, রাত ২ টো ১৫ মিনিটে।
বিশ্বাস করা হয় গঙ্গা দশহরার দিনে মা গঙ্গা শিবের জটা থেকে উৎপত্তি লাভ করে মর্ত্যে আসেন। এমন দিনে গঙ্গাস্নানে পাপ মুক্তি ও পুজোয় ১০ পাপ স্খলন হয় বলে মনে করা হয়।
এই দিন অতি অবশ্যই গঙ্গা স্নান করতে হবে। ১০টি ফুল ও ১০ রকম ফল সহযোগে গঙ্গা পুজো করতে হবে। ১০টি প্রদীপ গঙ্গা দেবীর সামনে জ্বালাতে হবে।
গঙ্গা দশহরার দিনে দেবী গঙ্গার পুজোর পাশাপাশি গম, চাল, ডাল, ঘি ও চিনি দান করা শুভ বলে মনে করা হয়। এই বিশেষ দিনে, বস্ত্র দান করতে পারেন। ধুতি, শাড়ি, কম্বল ইত্যাদি গরিবদের মধ্যে বিলি করা উচিত।
মনে করা হয়, শশুক্লপক্ষের দশমী তিথিতে জৈষ্ঠ মাসে শিবের জটা থেকে মা গঙ্গা প্রবাহিত হয়ে আসেন মর্ত্যে। সেই থেকেই এই দিনটি পালিত হয়।
(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)