PHOTOS

Gangasagar Mela 2025: মকরসংক্রান্তি কবে ১৪, না, ১৫ জানুয়ারি? জেনে নিন পুণ্যস্নানের তিথি-নক্ষত্র...

Gangasagar Mela 2025 Makar Sankranti 2025: সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আগে এখানকার পথ এতই দুর্গম ছিল যে, এরকমই মনে করা হত। আসুন, গঙ্গাসাগর সম্বন্ধে জরুরি তথ্যগুলি একে-একে জেনে নিই।

Advertisement
1/6
৮ থেকে ১৭
৮ থেকে ১৭

প্রতিবছরের মতন চলতি বছরও পালিত হবে গঙ্গাসাগর উৎসব। জানুয়ারি মাসের ৮ থেকে ১৭ তারিখ পর্যন্ত চলবে গঙ্গাসাগর মেলা।

2/6
মকর সংক্রান্তি
মকর সংক্রান্তি

তবে মকর সংক্রান্তি শুরু হচ্ছে ১৪ জানুয়ারি দুপুর ২ টো ৫৮ মিনিট থেকে। 

3/6
পুণ্যস্নান
পুণ্যস্নান

পুণ্যস্নানের সময় শুরু হচ্ছে সকাল ৬ টা ৫৮ মিনিট থেকে। যা চলবে পরদিন ১৫ জানুয়ারি সকাল ৬টা ৫৮ মিনিট পর্যন্ত। 

4/6
কপিলমুনির আশ্রমে
কপিলমুনির আশ্রমে

দক্ষিণ ২৪ পরগনা জেলার কপিলমুনি আশ্রম প্রাঙ্গণে গঙ্গাসাগর মেলা শুরু হয়। এই কপিলমুনি আশ্রমও খুব ঐতিহ্যবাহী এক জায়গা। বিশেষ করে কপিলমুনির আশ্রম ও তাঁর সঙ্গে যুক্ত পৌরাণিক তাৎপর্যই গঙ্গাসাগরকে এত বিশিষ্ট করেছে, যেখানে প্রাণ ফিরে পেয়েছিলেন সগর রাজার ষাটহাজার সন্তান!

5/6
কুম্ভস্নানের পুণ্যও
কুম্ভস্নানের পুণ্যও

তবে মকরের স্নান করতে গঙ্গাসাগরে কপিলমুনি আশ্রম নিকটস্থ সমুদ্রে যে যেতেই হবে, এমন নয়। এদিন পুণ্যসময় দেখে আপনি যে কোনও নদীতে স্নান সেরে নিতে পারেন। এই সময়ে কুম্ভ মেলাও পড়েছে। স্নান সেরে এবার অশেষ পুণ্য লাভ করতে পারেন।

6/6
পাঁচবার
পাঁচবার

গঙ্গাসাগর হোক বা কুম্ভ-- স্নানের একটা নিয়ম আছে। গঙ্গাসাগরে স্নান করলে ৩ বার ডুব দেওয়ার কথা বলা হয়, আর কুম্ভে স্নান করলে পাঁচবার ডুব দিতে হবে। বলা হয়, পাঁচবারের কম ডুব দিলে কুম্ভে স্নান কখনোই সম্পূর্ণ হয় না।





Read More