PHOTOS

Hooghly News: মাটি বসে যাচ্ছে! গঙ্গাপাড়ে গার্ডওয়ালের গা ঘেঁষেই এবার... শহরে আতঙ্ক..

Hooghly News:  হুগলির চুঁচুড়ায় ধসের আতঙ্ক। রূপনগর টেনিস গ্রাউন্ড কাছেই গঙ্গাপাড়ের আশোপাশে এলাকার মাটি বসে যাচ্ছে।  উদ্বেগে স্থানীয় বাসিন্দারা। 

Advertisement
1/7
হুগলিতে ধসের আতঙ্ক
হুগলিতে ধসের আতঙ্ক

বিধান সরকার: কংক্রিটের দেওয়াল ফাটল। আশেপাশের এলাকা মাটিও বসে যাচ্ছে! ফের ধসের আতঙ্ক হুগলি চুঁচুড়ায় গঙ্গাপাড়ে। উদ্বেগে স্থানীয় বাসিন্দারা। এলাকা পরিদর্শন করে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন চুঁচুড়া পুরসভার পূর্ত দপ্তরের সিআইসি সৌমিত্র ঘোষ।

2/7
হুগলিতে ধসের আতঙ্ক
হুগলিতে ধসের আতঙ্ক

হুগলির জেলার একটি বড় অংশই নদী লাগোয়া।

3/7
হুগলিতে ধসের আতঙ্ক
হুগলিতে ধসের আতঙ্ক

চুঁচুড়া রূপনগর টেনিস গ্রাউন্ড কাছেই গঙ্গার পাড়ে তৈরি হয়েছে একটি পার্ক। সকাল-সন্ধে সেই পার্কে আসেন বহু মানুষ।

 

4/7
হুগলিতে ধসের আতঙ্ক
হুগলিতে ধসের আতঙ্ক

স্থানীয় বাসিন্দাদের দাবি, গত ২ দিন ধরেই ওই পার্কের আশেপাশে এলাকার মাটি বসে যাচ্ছে। কংক্রিটের দেওয়ালে ফাটল ধরেছে।

5/7
হুগলিতে ধসের আতঙ্ক
হুগলিতে ধসের আতঙ্ক

বছর দু'য়েক আগেই  চুঁচুড়ার ওই এলাকার ধস নেমেছিল। তখন গঙ্গার পাড় বরাবর কংক্রিটের গার্ডওয়াল তৈরি করে দেয় সেচ দফতর।

6/7
হুগলিতে ধসের আতঙ্ক
হুগলিতে ধসের আতঙ্ক

এবার সেই গার্ডওয়ালের গাঁ ঘেষেই নাকি ফের নতুন ধস নেমেছে! আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।

7/7
হুগলিতে ধসের আতঙ্ক
হুগলিতে ধসের আতঙ্ক

খবর পেয়ে এলাকায় এলাকা পরিদর্শন করেন চুঁচুড়া পুরসভার র্ত দপ্তরের সিআইসি সৌমিত্র ঘোষ। তাঁর আশ্বাস, পরিস্থিতি মোকাবিলায় উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

 





Read More