PHOTOS

করোনায় মাকে হারিয়েছেন Ridhima, Gaurav কে জামাই ষষ্ঠী খাওয়ালেন শ্বশুরমশাই

Advertisement
1/7

গত মে মাসেই করোনায় মা-কে হারিয়েছেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ। এবার তাই মাকে ছাড়াই জামাই ষষ্ঠী কাটল তাঁর। সমস্ত রীতিনীতি পালন করলেন অভিনেত্রীর বাবা। 

2/7

শাশুড়ি মা নেই এবার তাই শ্বশুরমশাই-এর কাছেই জামাই ষষ্ঠী খেলেন গৌরব চক্রবর্তী। 

3/7

স্ত্রী নেই তবুও জামাই গৌরবকে জামাই ষষ্ঠী খাওয়াতে কোনও ত্রুটি রাখেননি ঋদ্ধিমার বাবা। মেনুটা ছিল বেশ লম্বা, বাঙালিয়ানায় ভরপুর। ভাত, ডাল, মাছ, পোলাও,মাংস, চাটনি, দই, মিষ্টি, লুচি, সবকিছুই ছিল। 

4/7

ঋদ্ধিমার বাড়িতে জামাই ষষ্ঠীর অনুষ্ঠানে হাজির ছিলেন তাঁর ঠাকুমা ও দিদা।  

5/7

জামাই ষষ্ঠীর ছবি শেয়ার করে ঋদ্ধিমা ঘোষ লিখেছেন, ''মা-এর প্রিয় অনুষ্ঠান। মা সবসময় এটি উদযাপনের অপেক্ষায় থাকতেন… তিনি সবসময় তাঁর জামাইয়ের কাছে ভীষণই প্রিয় মানুষ! আমি নিশ্চিত তিনি এখনও তা আছেন এবং সবসময় থাকবেন!''

6/7

ঋদ্ধিমা আরও লিখেছেন, ''বাবা এই দিনটিকে গৌরবের কাছে স্পেশাল তোলার জন্য সবকিছু করেছেন! দিদা, দাদু ঠাম্মা, বাবা, গৌরব এবং আমি তোমাকে প্রতি সেকেন্ড মিস করলাম মা! আমরা তোমাকে ছাড়া সবসময়ই অসম্পূর্ণ থাকব! আমরা তোমাকে ভালবাসি।''

7/7

প্রসঙ্গত, এবছর করোনায় ঋদ্ধিমা যেমন তাঁর মা-কে হারিয়েছেন, তেমনই গৌরব হারিয়েছেন তাঁর দিদাকে। এমনকি গৌরব-ঋদ্ধিমা, ঋদ্ধিমার বাবা, গৌরবে মাও করোনা আক্রান্ত হয়েছিলেন। তবে তাঁরা সুস্থ হয়ে ওঠেন।  





Read More