PHOTOS

Gaurav-Ridhima: ধীরের মুখে-ভাত, ছেলের ছবি প্রকাশ্যে আনলেন গৌরব-ঋদ্ধিমা...

Gaurav-Ridhima's Son: অভিনেতা সব্যসাচী চক্রবর্তী ও অভিনেত্রী মিঠু চক্রবর্তীর বড় ছেলে গৌরব। অভিনয় জগতে পা রেখেই গৌরব ও ঋদ্ধিমার সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের শুরু থেকেই টলিপাড়ার অন্যতম মিষ্টি জনপ্রিয় কাপল তাঁরা। ২০১৭ সালে তাঁরা বিয়ে করেন। ২০২৩ সালের সেপ্টেম্বরে পুত্র সন্তানের বাবা-মা হলেন তারকা দম্পতি। বুধবার ছিল অন্নপ্রাশন। 

Advertisement
1/8
ধীরের অন্নপ্রাশন
ধীরের অন্নপ্রাশন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত সেপ্টেম্বরে চক্রবর্তী পরিবারে আগমন ঘটে নতুন সদস্যের। বাবা মা হন গৌরব চক্রবর্তী ও ঋদ্ধিমা ঘোষ। 

 

2/8
ধীরের অন্নপ্রাশন
ধীরের অন্নপ্রাশন

বুধবার ছিল তাঁদের একমাত্র সন্তানের অন্নপ্রাশন। 

 

3/8
ধীরের অন্নপ্রাশন
ধীরের অন্নপ্রাশন

এদিনই ছেলের ছবি প্রকাশ্যে আনেন তারকা দম্পতি। 

 

4/8
ধীরের অন্নপ্রাশন
ধীরের অন্নপ্রাশন

তাঁরা ছেলের নাম রেখেছেন ধীর। 

 

5/8
ধীরের অন্নপ্রাশন
ধীরের অন্নপ্রাশন

বুধবার মুখে ভাতের ছবি পোস্ট করে গৌরব লেখেন, আজ মুখে ভাতের পর ধীর সবাইকে হ্যালো বলছে। 

 

6/8
ধীরের অন্নপ্রাশন
ধীরের অন্নপ্রাশন

সাদা-লালের কম্বিনেশনে সেজেছেন গৌরব, ঋদ্ধিমা ও ধীর। 

 

7/8
ধীরের অন্নপ্রাশন
ধীরের অন্নপ্রাশন

ছোট্ট ধীর পরেছে লাল পাড় সাদা ধুতি ও পাঞ্জাবি। 

 

8/8
ধীরের অন্নপ্রাশন
ধীরের অন্নপ্রাশন

ছোট্ট ধীরকে শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী, স্বস্তিকা, দেবচন্দ্রিমা সহ আরও অনেক তারকাই। 





Read More