Gautam Adani in MahaKumbh in Prayagraj: হ্য়ারি পটার কি প্রয়াগরাজের মহাকুম্ভে? এ নিয়ে সংশয় আছে, তবে যাঁর আসা নিয়ে বিন্দুমাত্র সংশয় নেই, তিনি হলেন শিল্পপতি গৌতম আদানি।
মঙ্গলবার সস্ত্রীক গৌতম আদানি সকাল ৮টায় আমেদাবাদ থেকে প্রয়াগরাজ পৌঁছন।
মেলায় ঢুকে প্রথমেই আদানি যান ইসকনের ক্যাম্পে। ঢোকেন রান্নাঘরে। যোগ দেন রান্নার কাজে। সেখানে গিয়ে মহাপ্রসাদ তৈরির কাজে হাত লাগানোর পরে মহাপ্রসাদ বিলিও করেন।
মহাকুম্ভে এসে শিল্পপতি আদানি মেলার সুব্যবস্থার জন্য উত্তরপ্রদেশের প্রশাসনকে ধন্যবাদ দেন। বলেন, ধন্যবাদ জানাই, কুম্ভের ব্যবস্থাপনা কমিটি ও প্রশাসনকে। এত বড় একটি মেলাকে প্রতি মুহূর্তে সামলে চলেছে তারা!
তবে শুধু উত্তরপ্রদেশ প্রশাসনকে বা আদিত্যনাথকে নয়, তিনি ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও।
প্রসঙ্গত ইসকনের সঙ্গে একযোগে মেলায় প্রসাদবিলির মহা ব্যবস্থা করেছেন গৌতম আদানি!
শুধু আদানিই নন, আগামী দিনে সম্ভবত মহাকুম্ভে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও! তবে এখনও তার চূড়ান্ত খবর কিছু জানা যায়নি। আসতে পারেন অমিত শাহও!