PHOTOS

Gautam Adani in MahaKumbh | Prayagraj: মহাকুম্ভে রাঁধলেন ভোগ, বিলি করলেন মহাপ্রসাদ! প্রয়াগরাজে এসে বিস্মিত গৌতম...

Gautam Adani in MahaKumbh in Prayagraj: হ্য়ারি পটার কি প্রয়াগরাজের মহাকুম্ভে? এ নিয়ে সংশয় আছে, তবে যাঁর আসা নিয়ে বিন্দুমাত্র সংশয় নেই, তিনি হলেন শিল্পপতি গৌতম আদানি।

Advertisement
1/6
প্রয়াগে
প্রয়াগে

মঙ্গলবার সস্ত্রীক গৌতম আদানি সকাল ৮টায় আমেদাবাদ থেকে প্রয়াগরাজ পৌঁছন। 

2/6
ভোগ রান্না ও বিলি
ভোগ রান্না ও বিলি

মেলায় ঢুকে প্রথমেই আদানি যান ইসকনের ক্যাম্পে। ঢোকেন রান্নাঘরে। যোগ দেন রান্নার কাজে। সেখানে গিয়ে মহাপ্রসাদ তৈরির কাজে হাত লাগানোর পরে মহাপ্রসাদ বিলিও করেন।

3/6
উত্তরপ্রদেশকে ধন্যবাদ
উত্তরপ্রদেশকে ধন্যবাদ

মহাকুম্ভে এসে শিল্পপতি আদানি মেলার সুব্যবস্থার জন্য উত্তরপ্রদেশের প্রশাসনকে ধন্যবাদ দেন। বলেন, ধন্যবাদ জানাই, কুম্ভের ব্যবস্থাপনা কমিটি ও প্রশাসনকে। এত বড় একটি মেলাকে প্রতি মুহূর্তে সামলে চলেছে তারা!

4/6
প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ
প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ

তবে শুধু উত্তরপ্রদেশ প্রশাসনকে বা আদিত্যনাথকে নয়, তিনি ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও।

5/6
মহাপ্রসাদের আয়োজন
মহাপ্রসাদের আয়োজন

প্রসঙ্গত ইসকনের সঙ্গে একযোগে মেলায় প্রসাদবিলির মহা ব্যবস্থা করেছেন গৌতম আদানি!

6/6
শাহ-মোদী?
শাহ-মোদী?

শুধু আদানিই নন, আগামী দিনে সম্ভবত মহাকুম্ভে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও! তবে এখনও তার চূড়ান্ত খবর কিছু জানা যায়নি। আসতে পারেন অমিত শাহও!





Read More