Python in Tea Garden: চা বাগানে ঢুকে পড়ল ১২ ফুট লম্বা অজগর, উদ্ধার করল বন দফতর, মালবাজারে এবার অজগরের আতঙ্ক...
অরূপ বসাক: মালবাজার মহকুমার মেটেলি ব্লকের কিলকোট চা বাগানে ফের উদ্ধার হল বিশালাকৃতি অজগর।
সকালে চা শ্রমিকেরা বাগানের ৩৩ নম্বর সেকশনে কাজ করার সময় নালার মধ্যে ঘাপটি মেরে থাকা একটি সাপ দেখতে পান।
প্রথমে আতঙ্ক ছড়ালেও পরে বিষয়টি বন দফতর এবং চালসার সর্পপ্রেমী দিবস রাইকে জানানো হয়।
দিবস রাই প্রায় ৩০ মিনিটের চেষ্টায় ১২ ফুট লম্বা অজগরটিকে সুরক্ষিতভাবে ধরে খাঁচাবন্দি করেন।
এরপর বাগানে শ্রমিকেরা পুনরায় কাজে ফেরেন।
উদ্ধার হওয়া অজগরটি সম্পূর্ণ সুস্থ ছিল এবং তাকে বনদফতরের তত্ত্বাবধানে উপযুক্ত জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে বনদফতর জানিয়েছে।