PHOTOS

Dooars Python: নালায় ঘাপটি মেরে বিশালকার অজগর! ডুয়ার্সের চা বাগানে হুলস্থুল...

Python in Tea Garden: চা বাগানে ঢুকে পড়ল ১২ ফুট লম্বা অজগর, উদ্ধার করল বন দফতর, মালবাজারে এবার অজগরের আতঙ্ক...

Advertisement
1/6
ফের উদ্ধার অজগর
ফের উদ্ধার অজগর

অরূপ বসাক: মালবাজার মহকুমার মেটেলি ব্লকের কিলকোট চা বাগানে ফের উদ্ধার হল বিশালাকৃতি অজগর। 

2/6
ঘাপটি মেরে অজগর
ঘাপটি মেরে অজগর

সকালে চা শ্রমিকেরা বাগানের ৩৩ নম্বর সেকশনে কাজ করার সময় নালার মধ্যে ঘাপটি মেরে থাকা একটি সাপ দেখতে পান। 

3/6
আতঙ্ক
আতঙ্ক

প্রথমে আতঙ্ক ছড়ালেও পরে বিষয়টি বন দফতর এবং চালসার সর্পপ্রেমী দিবস রাইকে জানানো হয়।

4/6
অজগর
অজগর

দিবস রাই প্রায় ৩০ মিনিটের চেষ্টায় ১২ ফুট লম্বা অজগরটিকে সুরক্ষিতভাবে ধরে খাঁচাবন্দি করেন। 

5/6
উদ্ধার অজগর
উদ্ধার অজগর

এরপর বাগানে শ্রমিকেরা পুনরায় কাজে ফেরেন। 

6/6
উদ্ধার হওয়া অজগর
উদ্ধার হওয়া অজগর

উদ্ধার হওয়া অজগরটি সম্পূর্ণ সুস্থ ছিল এবং তাকে বনদফতরের তত্ত্বাবধানে উপযুক্ত জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে বনদফতর জানিয়েছে। 





Read More