PHOTOS

ফের বাগানে ফিরে এলেন 'সেভজিত্'!

Advertisement
1/8
1
1

দল বদলে চমক দিল মোহনবাগান।

2/8
2
2

২ বছর পর এটিকে থেকে আবার সবুজ-মেরুনে ফিরে এলেন গোলকিপার দেবজিত্ মজুমদার।

3/8
3
3

২০১৪-১৫ মরশুমে মোহনবাগানের আই লিগ জয়ী দলের সদস্য ছিলেন দেবজিত্। হয়েছিলেন আই লিগের সেরা গোলরক্ষক।

4/8
4
4

২০১৬ সালে ফেডারেশন কাপজয়ী মোহনবাগান দলের সদস্য ছিলেন দেবজিত্।

5/8
5
5

৩ বছর মোহনবাগানে খেলার পর আইএসএলে চলে যান দেবজিত্। যোগ দেন এটিকে-তে।

6/8
6
6

প্রথম বছরে খেলার সুযোগ পেলেও গত বছরে সেভাবে খেলার সুযোগ পাননি দেবজিত্। তাঁর ঠাঁই হয় এটিকে-র রিজার্ভ বেঞ্চে।

7/8
7
7

এবার মোহনবাগানের অফার পাওয়ার পর আর দ্বিতীয়বার ভাবেননি সবুজে-মেরুনে ফিরতে।

8/8
8
8

দেবজিতের পাশাপাশি ইস্টবেঙ্গলের হয়ে খেলা কেরলের স্ট্রাইকার ভিপি সুহেরকেও সই করাল মোহনবাগান।  

 





Read More