PHOTOS

ঈদে ছাগলের দাম ৫ লক্ষ ৫০ হাজার, দুর্মূল্যের কারণ তার ডায়েট চার্ট

উচ্চতা ৪ ফুট। বয়স ১০ মাস। এত বড় সুঠাম চেহারা দেখে অবাক সকলে।

Advertisement
1/5
ছাগল পুষে লাখ লাখ টাকা!
ছাগল পুষে লাখ লাখ টাকা!

নিজস্ব প্রতিবেদন:   ছাগলের দাম লক্ষ লক্ষ টাকা। শুনেই ঢোক গিলছে দেশবাসী। কিন্তু কেন এত দাম? কারণ তার স্বাস্থ্য বিরাট ভাল। তার ডায়েট চার্টে রয়েছে  কাজুবাদাম, আমন্ড। আর মালিকের এই ডায়েট চার্টে ছাগলের ওজন ১৭৫ কেজি। তাই কুরবানির ঈদ উপলক্ষে এর দাম পৌঁছে গিয়েছে ৫ লক্ষ ৫০ হাজার টাকায়। 

 

2/5
ছাগলের চেহারা ও দামে অবাক নেটপাড়া
ছাগলের চেহারা ও দামে অবাক নেটপাড়া

মধ্যপ্রদেশের ইনদওরে একটি ছাগলের ওজন ও দাম নিয়ে হইচই পড়ে গিয়েছে। খবরের শিরোনামে পৌঁছে গিয়েছে এই ছাগল। 

3/5
কেমন দেখতে তাঁকে?
কেমন দেখতে তাঁকে?

মালিকের কাঁধ সমান তাঁর উচ্চতা। গায়ের রঙ কালো মিশ মিশে। উজ্জ্বল বর্ণ । মালিকে কথায় জাতের দিক থেকে এই ছাগল পাঞ্জাবি। উচ্চতা ৪ ফুট। বয়স ১০ মাস। এত বড় সুঠাম চেহারা দেখে অবাক সকলে।

4/5
উপলক্ষ ঈদ
উপলক্ষ ঈদ

ঈদ উপলক্ষে ছাগলটিকে বিক্রি করার জন্য বাজারে এনেছিলেন মালিক মইন খান। ছাগল কে দেখে তাজ্জ্বব বাজারে আসা মানুষরা। ভিড় করে তাঁকে দেখতে থাকে। 

5/5
আরও একটি সুঠাম দেহের ছাগল
আরও একটি সুঠাম দেহের ছাগল

একই জাতের একই রূপের আরও একটি ছাগল রয়েছে। কিন্তু তার ওজন ১৫০ কেজি। গায়ের রঙ গাঢ় ধূসর। 





Read More