Gold Price Today: বাজেটে সোনা ও রুপোর উপর থেকে ৬ শতাংশ কাস্টমস ডিউটি কমানোর কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাজেটের দিন রেকর্ড ছুঁয়ে ফেলেছিল সোনার দাম। কিন্তু তারপর থেকে এই ২ দিনে সোনার দামের পতন জারি।
রবিবারের পর সোমবার ফের কমল সোনার দাম। যদিও খুব সামান্য-ই কমেছে দাম। কিন্ত বাজেটের পর থেকেই দেখা যাচ্ছে, সোনার দামের ট্রেন্ড নিম্নমুখী।
বাজেটের দিন কলকাতায় গয়নার সোনার দাম প্রায় ৮০ হাজার ছুঁয়ে ফেলেছিল। এই ২দিনে সেখান থেকে খানিকটা কমেছে দাম।
আজ কলকাতায় ১ ভরি ২২ ক্যারেট সোনা (গয়নার সোনা)-র দাম ৭৭,০৫০ টাকা। ২৪ ক্যারেটের ১ ভরির দাম ৮৪,০৫০ টাকা।
তবে বিশেষজ্ঞরা বলছেন, বিয়ের মরশুম শুরু হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই সোনার চাহিদা বাড়বে। ফলে বাড়বে দামও।
বিশেষজ্ঞরা এটাও বলছেন যে, ২০২৫-এ পরবর্তী সময়ে সোনার দাম বিশাল বাড়তে চলেছে। তাই এখনই এত খুশি হওয়ার কিছু নেই!