PHOTOS

Gold Price: কোথায় থামবে এই পাগলা দৌড়, চড়চড়িয়ে বাড়ল সোনার দাম, প্রায় লাখের দোরগোড়ায় সোনা

Advertisement
1/5
দামি হল সোনা
দামি হল সোনা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বেড়েই চলেছে সোনার দাম। মূল্যবান ধাতুর দাম আবারও ঊর্ধ্বমুখী। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দামই প্রায় লাখ ছুঁইছুঁই। কিছুদিনের মধ্য়েই পয়লা বৈশাখ। তখন দাম কোথায় দাঁড়াবে  তা ভেবে কিনারা করতে পারছেন না মধ্য়বিত্ত।

2/5
২৪ ক্যারেট
২৪ ক্যারেট

রবিবার কলকাতায় ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম হল ৮৮০৪০ টাকা। গতকাল ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৮৬,৯৬০ টাকা। এর সঙ্গে জিএসটি যোগ হবে জিএসটি। ফলে আন্দাজ করা যায় কোথায় দাঁড়াবে সোনা।

3/5
২২ ক্যারেট
২২ ক্যারেট

রবিবার কলকাতায় ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম হল ৮০৭০০ টাকা। গতকাল ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ৭৯,৭১০ টাকা।

4/5
চেন্নাই
চেন্নাই

চেন্নাইয়ে আজ ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৮৭৬৮১ টাকা। গতকাল এই দাম ছিল ৮৬৬৫১ টাকা।

5/5
হায়দারবাদ
 হায়দারবাদ

হায়দারবাদে আজ ২৪ ক্য়ারেট ১০ গ্রাম সোনার দাম ৮৭৬৮৯ টাকা। গতকাল এই দাম ছিল ৮৬৬৫৯ টাকা।





Read More