Gold Price: দামের সঙ্গে যোগ হবে ৫ শতাংশ ভ্যাট ও ন্যূনতম ৬ শতাংশ মজুরি
উত্সব শেষ হতেই লাফিয়ে বাড়ল সোনার দাম। শনিবার এর ভরিতে সোনার দাম বাড়ল ২,১৯২ টাকা।
ফলে এখন এক ভরি ২২ ক্যারেট সোনার দাম হল ১ লাখ ৭৪ হাজার ৫২৮ টাকা। শনিবার ওই দাম নির্ধারন করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস।
নতুন দাম কার্যকর হবে রবিবার ১৫ জুন থেকে।
এ নিয়ে চলতি বছর মোট ৩৮ বার দেশের বাজারে নতুন করে নির্ধারন করা হল সোনার দাম। যেখানে দাম বাড়ানো হয়েছে ২৬ বার, আর কমেছে মাত্র ১২ বার।
বাজুস জানিয়েছে, খাঁটি সোনার দাম বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
সংশোধিত দাম অনুযায়ী , বাংলাদেশের প্রতি ভরি অর্থাত্ ১১.৬৬৪ গ্রাম ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ১ লাখ ৭৪ হাজার ৫২৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৬ হাজার ৫৯৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪২ হাজার ৮০২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ১৮ হাজার ১৬৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
সংস্থার তরফে আরও বলা হয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। কিন্তু গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।