Gold Price Today: গত কয়েক মাস ধরেই সোনার দাম ক্রমাগত বাড়ছে। এরই মাঝে স্বস্তির খবর, খুচরো বাজারে বড় পতন হওয়ায় দুই ধাতুতে বিনিয়োগ এবং গয়না কেনার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হয়েছে। কমেছে সোনা-রুপোর দাম।
ফের সোনা ও রুপোর দামে বিরাট চমক। জামাইষষ্ঠীর আগে হু হু করে কমল দাম। সোনার দাম তো এক ধাক্কায় ২০,০০০ টাকা অবধি কমে গিয়েছে।
শুক্রবারের তুলনায় ২৪ ক্যারাট সোনার দাম আবার কমে গিয়েছে। গ্রাম প্রতি সোনার দাম এখন হয়েছে ৭০৯০ টাকা। অন্যদিকে ২২ ক্যারাট সোনা বা গহনার সোনার দাম কমে হয়েছে ৬৮৪৯ টাকা।
১৮ ক্যারেট সোনার দাম ১৫৫০ টাকা কমে বিক্রি হচ্ছে ৫৩,৭৬০ টাকায়। সেইসঙ্গে ১০০ গ্রামের দাম ১৫,৫০০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৫,৩৭,৬০০ টাকায়।
এদিকে প্রতি কিলোগ্রাম রুপোর দাম ৪৫০০ টাকা কমে হয়েছিল ৯১৫০০ টাকা। এদিন কলকাতায় রুপো বিকিয়েছে ৯১৫০০ টাকায়।
কলকাতা এবং মুম্বইয়ে এদিন পাকা এবং গয়নার সোনা বিকিয়েছে যথাক্রমে ৭১৬৭০ ও ৬৫৭০০ টাকা প্রতি দশ গ্রাম। ১৮ ক্যারেটের সোনা কিনতে দুই শহরে খরচ পড়েছে ৫৩৭৬০ টাকা।