PHOTOS

Gold Rate Today: ১ লাখের দিকে দৌড়চ্ছে ১ ভরি সোনার দাম... বিয়ের মরশুমে আপনার খরচ আরও বাড়বে!

Gold Price today: বিশেষজ্ঞদের কথায়, চিনের শুল্ক আরোপের কারণেই নাকি প্রকারান্তরে আন্তর্জাতিক বাজারে বাড়ছে সোনার দাম!

 

 

Advertisement
1/6
১ ভরি সোনা ১ লাখ?
১ ভরি সোনা ১ লাখ?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সেদিন আর খুব দূরে নয়, যখন বলা হবে ১ ভরি ১ লাখ! দিনে দিনে যেন সেদিকেই দৌড়চ্ছে সোনার দাম। 

 

2/6
১ ভরি সোনা ১ লাখ?
১ ভরি সোনা ১ লাখ?

বাজেটের পর দুদিন একটু কমেছিল সোনার দাম। কিন্তু তারপর আবার ঊর্ধ্বমুখী গ্রাফ। বাড়িতে বিয়ে থাকলে, আপনার খরচ যে আরও বাড়বে, তা বলা-ই বাহুল্য। 

 

3/6
১ ভরি সোনা ১ লাখ?
১ ভরি সোনা ১ লাখ?

২৪ ক্যারেট বিশুদ্ধ সোনার ১০ গ্রামের দাম আজ আরও ১০৪০ টাকা বেড়ে  ৮৬,৪২৩ টাকা দাঁড়িয়েছে। দিল্লি, চেন্নাই, কলকাতা সর্বত্র সমান দাম। 

 

4/6
১ ভরি সোনা ১ লাখ?
১ ভরি সোনা ১ লাখ?

আর ২২ ক্যারেট গয়নার সোনার ১ ভরির মানে ১০ গ্রামের দাম আজ প্রতি গ্রামে ৯৫০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৭৯,২৩৩ টাকা।

 

 

5/6
১ ভরি সোনা ১ লাখ?
১ ভরি সোনা ১ লাখ?

ওদিকে ১ কেজি রুপোর দাম গতকাল চেন্নাইয়ের পর আজ দিল্লিতেও ১ লাখ ছাড়িয়ে গিয়েছে। 

 

6/6
১ ভরি সোনা ১ লাখ?
১ ভরি সোনা ১ লাখ?

দিল্লিতে আজ ১ কেজি রুপোর দাম ১,০২,৭০০ টাকা। গতকাল যা ছিল ৯৯,৪০০ টাকা।





Read More