Gold Prices Decline: এবার সস্তা হল হলুদ ধাতু। বিয়ের মরসুমের প্রাক্কালেই সকলের জন্য় সুখবর। স্বস্তি পাচ্ছেন মধ্যবিত্তরা। তবে এখানে সোনা ও রুপো কেনার সময়ে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিয়ের সিজন শুরু হতে না হতেই সুখবর। ফের কমেছে সোনার দাম। সোনার দাম ক্রমশ কমতেই চলেছে। সপ্তাহের শুরু থেকেই নিম্নমুখী সোনার দাম, বৃহস্পতিবার তা আরও কমে গেল। আপনার শহরে কত দাম জেনে নিন-
সোনার অনেক রকম ভাগ রয়েছে। সবচেয়ে বিশুদ্ধ সোনা ২৪ ক্যারেটের। একে পাকা সোনাও বলা হয়। এটি দিয়ে বাঁট এবং কয়েন তৈরি হয়। গয়নার সোনা সাধারণত ২২ ক্যারেটের হয়। কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৭০,৪৪০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭৬,৮৪০ টাকা।
কলকাতায় ২২ ক্যারেট গয়নার সোনা - ১ গ্রামের দাম ৬,৯৩৫ টাকা (১১০ টাকা কমেছে)। এদিকে চেন্নাইয়ে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৭০,৪৪০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭৬,৮৪০ টাকা।
দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৭০,৫৯০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭৬,৯৯০ টাকা। মুম্বইয়ে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৭০,৪৪০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭৬,৮৪০ টাকা।
ভারতে বিয়ের মরশুমের শুরুতেই সাধারণত সোনা ও রুপোর চাহিদা বেড়ে যায়। আর চাহিদা বেড়ে যাওয়ায় সোনা ও রুপোর দামও বাড়ে। বিয়ের মতো শুভ অনুষ্ঠানে সোনার গয়না পরার চল রয়েছে। এমনকী সোনার গয়না উপহার দেওয়ার রীতিও রয়েছে।