PHOTOS

Gold Price Today: ১ লাখ ছাড়াল রুপোর-ই দাম! আর সোনা তো... চিনের কারণেই সোনা-রুপোর এত দাম বৃদ্ধি!

Gold and Silver Price today: কেন এত দাম বাড়ছে সোনা-রুপোর? জানা গেল আসল কারণ...

Advertisement
1/5
আজকের সোনা-রুপোর দর
আজকের সোনা-রুপোর দর

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুদিন একটু কমেছিল। সবাই তাই আশায় বুক বাঁধছিল। কিন্তু সেই আশার গুড়ে বালি!

2/5
আজকের সোনা-রুপোর দর
আজকের সোনা-রুপোর দর

২৪ ক্যারেট বিশুদ্ধ ১০ গ্রাম সোনার দাম ৮৫ হাজার টাকা ছাড়িয়ে পৌঁছেছে ৮৫,২১০ টাকায়। কলকাতা, মুম্বই, চেন্নাই ও হায়দরাবাদে একই দাম। দিল্লিতে অবশ্য ২৪ ক্যারেট বিশুদ্ধ সোনার ১০ গ্রামের দাম আরও একটু বেশি, ৮৫৩৬০ টাকা।

3/5
আজকের সোনা-রুপোর দর
আজকের সোনা-রুপোর দর

আর ২২ ক্যারেট গয়নার সোনার দাম কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ ও মুম্বইতে এক- ৭৮,১১০ টাকা। দিল্লিতে সামান্য একটু বেশি- ৭৮,২৬০ টাকা। 

4/5
আজকের সোনা-রুপোর দর
আজকের সোনা-রুপোর দর

যদিও দিল্লি, কলকাতা, বেঙ্গালুরু ও মুম্বইতে ১ কেজি রুপোর দাম সমান- ৯৯,৪০০ টাকা।  কিন্তু চেন্নাইতে এক কেজি রুপোর দাম ১ লাখ ছাড়িয়ে গিয়েছে- ১,০৫,৯০০ টাকা।

5/5
আজকের সোনা-রুপোর দর
আজকের সোনা-রুপোর দর
বিশেষজ্ঞরা বলছেন, চিনের শুল্ক আরোপের জন্যই মার্কিন সোনার দাম সর্বকালের সর্বোচ্চ শিখরে পৌঁছেছে। ফলে আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ার কারণেই সার্বিকভাবে দেশীয় বাজারেও বাড়ছে সোনার দাম।




Read More
;