Gold Price In Your City Today: বৈশাখ মাস পড়তে না পড়তেই শুরু হয়ে গিয়েছে বিয়ের মরসুম! তাতেও দাম বৃদ্ধিতে খামতি হয়নি। মে মাসের শুরুতেই দাম বেড়েছে সোনার।
সোনার দামে অবিশ্বাস্য লাফ চলছে গোটা মাস জুড়েই! এর মধ্যে বাংলায় বৈশাখ মাস পড়তে না পড়তেই শুরু হয়ে গিয়েছে বিয়ের মরসুম! তাতেও দাম বৃদ্ধিতে খামতি হয়নি। মে মাসের শুরুতেই দাম বেড়েছে সোনার।
শুক্রবার এক ধাক্কায় ১০০ টাকা বাড়ল সোনার দাম। সোনার পাশাপাশি বেড়েছে রুপোর দামও। কলকাতায় আজ সোনার দাম ২২ ক্যারেট প্রতি গ্রাম ₹ ৬৬২৬ এবং ২৪ ক্যারেট সোনা প্রতি গ্রাম ₹ ৭২২৮।
২৪ ক্য়ারেটের সোনার দামও আজ সামান্য বেড়েছে। ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭২২৮ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৭২ হাজার ২৮০ টাকা।
রাজধানী দিল্লিতে আজ সোনার দাম ২২ ক্যারেট প্রতি গ্রামে ₹ ৬৬৪১ এবং ২৪ ক্যারেট সোনা প্রতি গ্রামে ₹ ৭২৪৩।
মুম্বইতে ২২ ক্যারেট সোনার প্রতি গ্রামে দাম ₹ ৬৬২৬ এবং ২৪ ক্যারেট সোনার জন্য প্রতি গ্রাম ₹ ৭২২৮।