PHOTOS

Odisha Gold Reserve: জগন্নাথের কৃপা! ওড়িশায় জেলায় জেলায় মিলল বিপুল সোনার হদিশ

Advertisement
1/5
ওড়িশা
ওড়িশা

ওড়িশার বিভিন্ন জায়গায় মিলছে সোনার খোঁজ। এনিয়ে রাজ্যে হইচই পড়ে গিয়েছে। জগন্নাথের রাজ্যে জ্যাকপট লেগেছে বলেও এখন বিভিন্ন মহল থেকে উচ্ছ্বাস প্রকাশ করা হচ্ছে।

2/5
খনিমন্ত্রী
খনিমন্ত্রী

ওড়িশার খনি মন্ত্রী বিভূতি জেনা ওই সোনার খোঁজের কথা জানিয়েছেন রাজ্য বিধানসভায়। তিনি  জানিয়েছেন রাজ্যের বিভিন্ন জেলায় রয়েছে সোনার ভান্ডার।

 

3/5
খনন শুরু
খনন শুরু

ওড়িশার বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, সোনা উত্তলনের জন্য খনন শুরু হয়েছে সুন্দরগড়, নবরংপুর, কেওনঝড়, দেওরা জেলায়। এমনটা জানিয়েছেন ওড়িশা টিভিও।

4/5
বহু জেলায় সোনার হদিস
বহু জেলায় সোনার হদিস

প্রাথমিক অনুসন্ধনে দেখা গিয়েছে ওইসব জেলা ছাড়াও রাজ্যের মলাকানগিরি, সম্বলপুর, বৌধ জেলাতেও সন্ধান পাওয়া গিয়েছে।

5/5
ময়ূরভঞ্জ
ময়ূরভঞ্জ

জানা যাচ্ছে ময়ূরভঞ্জ জেলায় খননকার্য হবে জশীপুর, সুরিয়াগুড়া, রুয়ানসিতে। ওড়িশা সরকারের পরিকল্পনা হল দেওরার খনিকে প্রথম লিজ জেওয়া হবে।

 





Read More