ওড়িশার বিভিন্ন জায়গায় মিলছে সোনার খোঁজ। এনিয়ে রাজ্যে হইচই পড়ে গিয়েছে। জগন্নাথের রাজ্যে জ্যাকপট লেগেছে বলেও এখন বিভিন্ন মহল থেকে উচ্ছ্বাস প্রকাশ করা হচ্ছে।
ওড়িশার খনি মন্ত্রী বিভূতি জেনা ওই সোনার খোঁজের কথা জানিয়েছেন রাজ্য বিধানসভায়। তিনি জানিয়েছেন রাজ্যের বিভিন্ন জেলায় রয়েছে সোনার ভান্ডার।
ওড়িশার বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, সোনা উত্তলনের জন্য খনন শুরু হয়েছে সুন্দরগড়, নবরংপুর, কেওনঝড়, দেওরা জেলায়। এমনটা জানিয়েছেন ওড়িশা টিভিও।
প্রাথমিক অনুসন্ধনে দেখা গিয়েছে ওইসব জেলা ছাড়াও রাজ্যের মলাকানগিরি, সম্বলপুর, বৌধ জেলাতেও সন্ধান পাওয়া গিয়েছে।
জানা যাচ্ছে ময়ূরভঞ্জ জেলায় খননকার্য হবে জশীপুর, সুরিয়াগুড়া, রুয়ানসিতে। ওড়িশা সরকারের পরিকল্পনা হল দেওরার খনিকে প্রথম লিজ জেওয়া হবে।