PHOTOS

অজানা সঙ্গীর সঙ্গে এক রাতের দুষ্টুমি! জানুন One Night Stand-এর সুফল

পড়ে দেখতেই পারেন।

Advertisement
1/5
one night stand-এরও ভাল দিক
one night stand-এরও ভাল দিক

নিজস্ব প্রতিবেদন: আপনি কি One Night Stand পছন্দ করেন? যদি করেন তাহলে অনেকেই আপনাকে অনেকেই খারাপ ভাবতে পারে। তবে জানেন কি অনেকেরই one night stand করার ইচ্ছে থাকে। তবে ছুৎমার্গের কারণে করতে পারেন না। জানেন কি one night stand-এরও ভাল দিক রয়েছে। এই প্রতিবেদনে তা নিয়েই আলোচনা করব।

 

2/5
বদমায়েশি চেপে রাখবেন না
বদমায়েশি চেপে রাখবেন না

অনেক সময়ই মনের বদমায়েশিগুলোকে আমরা চেপে রাখি। মাঝে মধ্যে সেগুলো বের হতে দিন। one night stand তেমনই একটা বদমায়েশি। দেখবেন অনেকটা স্বাধীন লাগবে।

3/5
আত্মবিশ্বাস তৈরি করা
আত্মবিশ্বাস তৈরি করা

আত্মবিশ্বাস তৈরি করতেও one night stand বেশ কার্যকর।

4/5
কোনও সম্পর্কের বাঁধন নেই
কোনও সম্পর্কের বাঁধন নেই

যাকে আপনি চেনেন না বা যাঁর সঙ্গে কোনও সম্পর্কের বাঁধন নেই। তেমন ব্যক্তির সঙ্গে one night stand-এ নতুন নতুন পরীক্ষার সুযোগ পাবেন। কীসের পরীক্ষা, তা আর নাই বললাম!

5/5
কোনও মানসিক যোগ থাকে না
কোনও মানসিক যোগ থাকে না

one night stand অনেকেই ভালবাসেন না, তার অন্যতম কারণ হল, এরসঙ্গে কোনও মানসিক যোগ থাকে না। তবে, মনে রাখবেন যৌনতায় সব সময় মানসিক যোগ কাজ করে না। অনেক সময় অপরিচিতের সঙ্গে আদিম খেলায় মেতে উঠতেও ভাল লাগে।     

 





Read More