খালি ছিল মালগাড়িটি। অয়েল ট্যাঙ্কারটি তেল ভরতে যাচ্ছিল।
নারায়ণ সিংহ রায়: ফের রেল দুর্ঘটনা। ফের বেলাইন মালগাড়ি।
উত্তরবঙ্গে শিলিগুড়ির কাছে ফাঁসিদেওয়ায় বেলাইন মালগাড়ি।
ফাঁসিদেওয়ার কাছে রাঙাপানিতে বেলাইন মালগাড়ির ২টি বগি।
সেই ফাঁসিদেওয়া, যেখানে ১৭ জুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা ঘটে।
ফাঁসিদেওয়ার রাঙাপানি স্টেশনের কাছে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মেরেছিল মালগাড়ি।