Govinda-Sunita Ahuja Divorce: একসময় রানি মুখোপাধ্যায়ের সঙ্গে নাম জড়িয়েছিল গোবিন্দার। তার জেরে নাকি ভাঙনের মুখে পড়েছিল গোবিন্দা ও সুনীতার বিয়ে। এবার ফের গুঞ্জন, ভাঙতে চলেছে গোবিন্দার ৩৭ বছরের দাম্পত্য।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভাঙতে চলেছে অভিনেতা গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার ৩৭ বছরের দাম্পত্য, এই খবরেই সরগরম গোটা বলিউড।
অনেকদিন ধরেই শোনা যাচ্ছিলো গোবিন্দ ও সুনীতার সুখের স্বর্গে ভাঙন ধরেছে। ইতোমধ্যেই নাকি গোবিন্দাকে আইনি নোটিস পাঠিয়েছেন তাঁর স্ত্রী সুনীতা।
কেরিয়ারের শুরুতে গোবিন্দা তাঁর বিয়ের কথা লুকিয়ে রেখেছিলেন সকলের থেকে। বিবাহিত জানলে তার খ্যাতি কমে যাবে, এমনটাই ভাবতেন এই অভিনেতা।
বিয়ের বছর তিন পর সকলকে জানান তিনি বিবাহিত। কিন্তু সেই থেকেই প্রায় সবসময়েই তাঁদের দেখা গিয়েছে একসঙ্গে।
একসময় রানি মুখোপাধ্যায়ের সঙ্গে নাম জড়িয়েছিল গোবিন্দার। তার জেরে নাকি ভাঙনের মুখে পড়েছিল গোবিন্দা ও সুনীতার বিয়ে।
সম্প্রতি এক সাক্ষাত্কারে সুনীতা জানান যে এত বছরের দাম্পত্য সত্ত্বেও একসঙ্গে বাস করেন না গোবিন্দা-সুনীতা। তাঁদের ছাদ আলাদা, সম্প্রতি এমনটাই জানিয়েছেন সুনীতা।
দুই সন্তানকে নিয়ে সুনীতা থাকেন ফ্ল্যাটে। ঠিক তার উল্টো দিকে নিজের বাংলোয় একা থাকেন অভিনেতা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীতা এ সব কথা জানানোর পর থেকেই তাদের বিবাহবিচ্ছেদের গুঞ্জন শুরু। এ বার সেটাই সত্যি হতে চলেছে।
দীর্ঘদিন বলিউডে ‘সুখী দম্পতি’ হিসাবেই পরিচিত ছিলেন তাঁরা। অথচ কী এমন হলো যে, এওখন এসে তাদের বিচ্ছেদের পথে হাঁটতে হচ্ছে।
বলিপাড়ায় জোর গুঞ্জন, গোবিন্দা ও সুনীতার এই বিচ্ছেদের পেছনে নাকি রয়েছেন ৩০ বছর বয়সী এক মারাঠি অভিনেত্রী। তবে গোবিন্দ বা সুনীতার পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।