High Risk Warning for Android: অ্যান্ড্রয়েড নিয়ে উদ্বেগ প্রকাশ করল 'ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম' তথা 'সিইআরটি-ইন' (CERT-IN)।
ফলে সকলেই ভীত হয়ে পড়ছেন। সিস্টেমে ভালনারেবিলিটি থাকা মানে, হ্যাকারদের হাতে গুরুত্বপূর্ণ তথ্য চলে যাওয়া।
অ্যান্ড্রয়েড নিয়ে তা হলে কী করা যায়? অ্যান্ড্রয়েডের ফ্রেমওয়ার্ক সিস্টেমে কিছু সংশোধন আনতে হবে।
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে এবং অ্যান্ড্রয়েড অ্যাপে অটোমেটিক আপডেটিং সিস্টেম এনেবল করতে হবে।
কোনও বিশ্বস্ত সোর্স থেকেই একমাত্র অ্যাপ ডাউনলোড করুন। যেমন গুগল প্লে স্টোর।
কোনও বিখ্যাত সিকিউরিটি সফটওয়্যারই একমাত্র ব্যবহার করুন। এর দ্বারা সিস্টেমে যে ম্যালেইশিয়াস অ্যাক্টিভিটিগুলো ঘটে, তার বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তুলতে পারে এই সফটওয়্যার।
আননোন লিংকে একেবারেই ক্লিক করবনে না। অজানা উৎস থেকে উৎসারিত মেসেজ বা ই-মেইল মারফত যেসব লিংক রাতদিন আমাদের কাছে আসে তা থেকে সদাসতর্ক থাকুন।