PHOTOS

Guru Gochar 2025 Effects: বৃষ থেকে মিথুনে গুরুগ্রহ! এবার বৃহস্পতির আশীর্বাদ নিয়ে আসবে লক্ষ্মীর কৃপা! উপচে উঠবে টাকা...

Guru Gochar 2025 Effects and Influence of Jupiter: বৃহস্পতি এখন বৃষরাশিতে। তিনি যাবেন মিথুনে। আর এর ফলে মহাজাগতিক ক্ষেত্রে ঘটবে অনেক কিছু।

Advertisement
1/6
বৃষ থেকে মিথুনে
বৃষ থেকে মিথুনে

বৃহস্পতি এখন বৃষরাশিতে আছেন। তিনি প্রবেশ করবেন মিথুনে। করবেন মে মাসে। ১৫ মে। 

2/6
শুভ প্রভাব
শুভ প্রভাব

বৃহস্পতির এই মিথুনরাশিতে গোচর বেশ কিছু রাশির জাতক-জাতিকাদের উপর শুভ প্রভাব ফেলবে।

3/6
কারা সাফল্যের শিখরে?
কারা সাফল্যের শিখরে?

তবে বিশেষ করে কয়েকটি রাশি চূড়ান্ত সাফল্যের মুখ দেখবে। জেনে নিন, কারা কারা। 

4/6
মেষ
মেষ

মেষরাশির জন্য ভালো সময় শুরু হল বলে। এঁদের দীর্ঘদিনের কোনও সমস্যা মিটে যাবে। দাম্পত্যজীবনে অশান্তি থাকবে না। এঁরা সমস্ত কাজে বিপুল সাফল্য পাবেন।

5/6
বৃষ
বৃষ

এই গোচরে বৃষরাশির জীবনে বিপুল পরিবর্তন আসবে। এঁদের জন্য এই সময়টা আর্থিক ভাবে দারুণ কাটবে। টাকা সংক্রান্ত সব ধরনের সমস্যা মিটবে।

6/6
মীন
মীন

মীন রাশির জাতক-জাতিকারা সব কাজেই বিপুল সাফল্য অর্জন করবেন। এঁরা এঁদের সন্তানদের থেকেও অনেক সুখবর পাবেন। এঁদের জীবনের স্বপ্ন সত্যি হবে। পরিবারে সুখশান্তি থাকবে। এঁদের ব্যবসাতেও উন্নতি হবে।

(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)





Read More