PHOTOS

Jupiter Transit in Mrigasira: দেবগুরু বৃহস্পতি ঢুকছেন মার্গশীর্ষে! বৃহস্পতির সন্ধের পর থেকেই এঁদের জীবনে সৌভাগ্যের বিপুল বন্যা...

Guru Nakshatra Parivartan: একে বলে গুরু নক্ষত্র পরিবর্তন। দেবগুরু বৃহস্পতি ঢুকছেন মার্গশীর্ষ নক্ষত্রে। মার্গশীর্ষ নক্ষত্র আর মঙ্গলের কর্তৃত্বাধীন। আজ, ১০ এপ্রিলের সন্ধেতেই ঘটছে এই বিরল ঘটনা। আর বৃহস্পতির এই গোচরের ফলে কী ঘটবে গ্রহনক্ষত্রের দুনিয়ায়?

Advertisement
1/6
মেষ
মেষ

আয়ের নতুন রাস্তা খুলে যাবে। জীবন অনেক সুস্থির হবে। নতুন ব্যবসার পরিকল্পনা করতে পারেন। জ্ঞানবাণী দিয়ে মানুষকে মুগ্ধ করবেন। 

2/6
বৃষ
বৃষ

মানসিক পরিবর্তন হবে। এঁরা পজিটিভ থিংকিং করবেন। প্রতিকূল পরিস্থিতিতেও দারুণ পারফর্ম করবেন। যাঁরা টাকার অভাবে ভুগছেন, তাঁদের হাতে টাকা আসবে। স্বাস্থ্যের উন্নতি হবে। 

3/6
কর্কট
কর্কট

নতুন পরিকল্পনা করতে পারবেন। যাতে আপনি ভবিষ্যতে খুব ভালো অবস্থানে থাকেন। নতুন চাকরির খবর আসতে পারে। অতিরিক্ত উপার্জন হবে। 

4/6
সিংহ
সিংহ

অর্থনৈতিক পরিস্থিতি শক্তপোক্ত হবে। চাকরিজীবীদের পক্ষে ভালো সময়। পদোন্নতি ঘটতে পারে। ধর্মীয় বিষয়ে মনোনিবেশ করতে পারবেন। 

5/6
কন্যা
কন্যা

সম্পদপ্রাপ্তি ঘটবে। পার্ট-টাইম কাজের মাধ্যমে নতুন ভাবে আয় করবেন। পারিবারিক জীবনেও শুভ পরিবর্তন আসবে। 

6/6
মকর
মকর

কঠোর পরিশ্রমের ফল পাবেন। আগে কোথাও বিনিয়োগ করে থাকলে তার ভালো রিটার্ন পাবেন। বিখ্যাত মানুষের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। প্রেমজীবন ও দাম্পত্যজীবন খুবই ভালো কাটবে।

 

(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।) 





Read More