Hansika Motwani Divorce: বিয়ের দুই বছরের মধ্যেই দাম্পত্যে চিড়? আলাদা থাকছেন হংসিকা মোতওয়ানি ও স্বামী সোহেল খাতুরিয়া। ২০২২ সালের ডিসেম্বর মাসে প্রিয় বন্ধুর প্রাক্তন স্বামীকে বিয়ে করেছিলেন হংসিকা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিয়ে ভাঙছে অভিনেত্রী হংসিকা মোতওয়ানি ও তার স্বামী সোহেল খাতুরিয়ার। অভিনেত্রীর দাম্পত্যে সমস্যা দেখা দিয়েছে বলে গুঞ্জন।
সূত্রের দাবি, বিয়ের মাত্র দুই বছর পরই এই দম্পতি এখন আলাদা থাকছেন। একজন ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, “হংসিকা এখন মায়ের সঙ্গে থাকছেন, আর সোহেল রয়েছেন তাঁর নিজের পরিবারের সঙ্গে।
২০২২ সালের ডিসেম্বর মাসে বিয়ের পর হংসিকা সোহেলের বাড়িতেই থাকতেন। কিন্তু বড় পরিবারে মানিয়ে চলা একটু কঠিন হয়ে দাঁড়িয়েছিল।
এরপর তাঁরা একই বিল্ডিং-এর একটি আলাদা অ্যাপার্টমেন্টে স্থানান্তরিত হন। তবে সমস্যাগুলো থেকেই গিয়েছে বলে মনে হচ্ছে।
হংসিকা এবিষয়ে মুখ না খুললেও সোহেল খাতুরিয়ার দাবি “এটা সত্যি নয়।”
কিন্তু তিনি ঠিক কোন অংশটি অস্বীকার করছেন—তাঁরা আলাদা থাকছেন কি না, নাকি বিচ্ছেদের গুঞ্জন—সে বিষয়ে কিছু বলেননি।
জয়পুরের একটি দূর্গে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিয়ে করেন হংসিকা (৩৩) ও সোহেল (৩৫) এবং সেই বিয়ে নিয়ে তৈরি হয় একটি রিয়্যালিটি টিভি শো—“Hansika’s Love Shaadi Drama”।
তাঁদের বিয়ে নিয়ে সমালোচনাও কম হয়নি কারণ সোহেল এর আগে রিঙ্কি বাজাজকে বিয়ে করেছিলেন, যিনি ছিলন হংসিকার প্রিয় বন্ধু। শোনা যায়, হংসিকার কারণেই ঘর ভাঙে সোহেল ও রিঙ্কির।
যদিও পরে হংসিকা ও সোহেল দুজনেই জানিয়েছিলেন যে তারা বহুদিন ধরেই একে অপরকে চেনেন, কারণ সোহেল ছিলেন হংসিকার ভাইয়ের বন্ধু।