PHOTOS

হনুমান জয়ন্তীতে এই রাশির জাতকদের জীবনে ঘটবে সৌভাগ্যের সূর্যোদয়, আসছে সুবর্ণসুযোগ...

Hanuman Jayanti 2024 | Lord Hanuman: আজ, মঙ্গলবার ২৩ এপ্রিল দেশ জুড়ে পালিত হচ্ছে হনুমান জয়ন্তী। এবার হনুমান জয়ন্তী মঙ্গলবার পড়েছে, তাই এই উৎসব আরও বিশেষ হয়ে উঠেছে।

Advertisement
1/7
হনুমান জয়ন্তী
হনুমান জয়ন্তী

এই হনুমান জয়ন্তীতে মীন রাশিতে বুধাদিত্য যোগ, শশ রাজযোগ এবং পঞ্চগ্রহী যোগের সংমিশ্রণ। এ ছাড়া হনুমান জন্মোৎসবের পরের দিন শুক্র ও বৃহস্পতির মিলনে গজলক্ষ্মী রাজযোগও তৈরি হবে। এই সব কারণে কয়েকটি রাশির জাতকজাতিকাদের জীবনে দারুণ সৌভাগ্যের উদয় ঘটবে।

2/7
মেষ
মেষ

এই হনুমান জয়ন্তীতে মেষ রাশির জাতকদের আর্থিক অবস্থা শক্তিশালী হবে। এঁদের ধন-সম্পদপ্রাপ্তি ঘটবে।

3/7
বৃষ
বৃষ

এঁদের রোজগার বাড়বে, আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। 

4/7
মিথুন
মিথুন

হনুমান জয়ন্তীতে মিথুন রাশির জাতকেরা ঋণসংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাবেন। এঁদের জীবনে নতুন কাজের সূচনা হবে।

5/7
কর্কট
কর্কট

এঁদের জীবনে নতুন পর্বের সূচনা ঘটবে। দৈনন্দিনে ছোট ছোট পরিবর্তন করলেই জীবনে আসবে বড় সাফল্য।

6/7
সিংহ
সিংহ

এঁদের জীবনে এই সময়ে সুবর্ণসুযোগ আসবে, প্রায় সব ক্ষেত্রেই। পেশাজীবন ও ব্যক্তিজীবনে আসবে নানা পটবদল। 

7/7
ভালো সময়
ভালো সময়

আজকের হনুমান জয়ন্তী তিথি আজ সকাল থেকেই নানা শুভ প্রভাব ছড়িয়ে দিয়েছে, তৈরি করেছে নানা ইতিবাচকতা। ফলে, অল্পবিস্তর সব রাশির জীবনেই আসছে ভালো সময়। 





Read More