PHOTOS

Hanuman Jayanti 2025: হনুমান জয়ন্তীতে বজরঙ্গবলীকে দিন সিঁদুর-তেল, লাল কাপড়! কিন্তু কোন রঙের সিঁদুরে আর কী তেলে তিনি দারুণ তুষ্ট, জানেন?

Hanuman Jayanti 2025 Rashifal: ১২ এপ্রিল হনুমানজির জন্মদিন। হনুমান জয়ন্তী। হনুমানজির আশীর্বাদ যাঁর উপর থাকে, তাঁকে কোনও বিপদ স্পর্শ করতে পারে না। আসুন জেনে নেওয়া যাক, কীসে খুশি হন তিনি।

Advertisement
1/7
নানা যোগ
নানা যোগ

এবারের হনুমানজয়ন্তী খুবই স্পেশাল। কেননা, এবার এই দিনটিতে রয়েছে পূর্ণিমা-যোগ, সঙ্গে বুধাদিত্য, শক্রাদিত্য, লক্ষ্মীনারায়ণ রাজযোগ ও মালব্য রাজযোগও।

2/7
নক্ষত্রের সমাহার
নক্ষত্রের সমাহার

এই হনুমান জয়ন্তীতে (Hanuman Jayanti) নানা নক্ষত্রের সমাহার-- এই সময়ে মীন রাশিতে থাকবেন বুধ, শুক্র, শনি, রাহু, এবং সূর্য (Mercury, Venus, Saturn, Rahu, Sun)। এই সময়ে এমনিতেই বেশ কয়েকটি রাশির জাতকেরা নানা দিক থেকে উপকৃত হবেন।

3/7
উপকৃত রাশি
উপকৃত রাশি

হনুমান জয়ন্তীর দিনে এই গ্রহনক্ষত্রের শুভসংযোগের জেরে মিথুন রাশির ভাগ্য একেবারে তুঙ্গে থাকবে। এঁদের সামনে রোজগারের নতুন রাস্তা খুলে যাবে। কেরিয়ারে বিরাট সাফল্য পাবেন। হনুমান জয়ন্তীতে হনুমানজির কৃপায় সুখে-সম্পদে ভরে উঠবেন কুম্ভ রাশির জাতক-জাতিকারা। এই সময়ে এঁদের বিপুল আর্থিকলাভও ঘটবে। এঁরা এই সময়ে এঁদের পরিবার ও বন্ধুবর্গের পূর্ণ সহযোগিতা পাবেন।

4/7
অন্য রাশির জাতকেরা?
অন্য রাশির জাতকেরা?

কিন্তু এই রাশির বাইরে রয়েছেন যাঁরা, তাঁরা কী করবেন? তাঁরা কি বজরঙ্গবলীর কৃপা পাবেন না? হ্যাঁ, নিশ্চয়ই পাবেন। তবে, সেজন্য জেনে রাখতে হবে ছোট্ট কিছু জিনিস। এমন জিনিস, যাতে ভক্তের উপর খুবই খুশি হন হনুমানজি।

5/7
লাল কাপড়, পৈতে, সিঁদুর
লাল কাপড়, পৈতে, সিঁদুর

হনুমানজিকে খুশি করতে তাঁকে দিন লাল কাপড়, দিন পৈতে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি? কী সেটি? সেটি হল সিঁদুর! এগুলি নিবেদন করলেই খুশি হন রামসীতার সেবকভক্ত। 

6/7
কোন রঙের সিঁদুর?
কোন রঙের সিঁদুর?

কিন্তু কোন রঙের সিঁদুর দেবেন? কোন রঙের সিঁদুর হনুমানজিকে নিবেদন করলে তিনি সবচেয়ে খুশি হন? গাঢ় লালরঙের সিঁদুর নয়, হলুদ সিঁদুর দিন, যেটি আসলে কমলা রঙের সিঁদুর-- এটি দিলেই সবচেয়ে খুশি হনুমানজি। সঙ্গে দিন তেল। কী তেল? জুঁইফুলের তেল।

7/7
কী হয় হনুমানজির কৃপায়?
কী হয় হনুমানজির কৃপায়?

কিন্তু এগুলি করলে বিশেষ কী হয়? তাঁকে এসব নিবেদন করলে সমস্ত অশুভ শক্তি দূর করে ভক্তদের রক্ষা করেন হনুমানজি। তাঁর কৃপায় ভক্তের রোগমুক্তি ঘটে, ঋণমুক্তি ঘটে, এমনকি শনির সাড়েসাতি ও ঢাইয়া থেকেও তিনি রক্ষা করেন ভক্তদের।

(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)





Read More