Mystery Virus: গিয়ান বার সিনড্রোমের প্রকোপ ও আচমকা বাড়বাড়ন্তের মধ্যেই hMPV নিয়ে ভারতে পরিস্থিতি কতটা উদ্বেগজনক?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হু হু করে সংক্রমণ ছড়াচ্ছে 'রহস্য ভাইরাস' বা মিস্ট্রি ভাইরাস! দেশের স্বাস্থ্য মন্ত্রকের তরফে জারি করা হয়েছে স্বাস্থ্য সতর্কতা। যার ফলে নতুন করে ছড়াচ্ছে আতঙ্কের পরিবেশ!
ঘটনা ইউকে-র। ইংল্যান্ডে প্রায় ৫ শতাংশ হারে ছড়াচ্ছে 'মিস্ট্রি ভাইরাস' বা hMPV অর্থাৎ হিউম্যান মেটানিউমোভাইরাসের সংক্রমণ। এখন কদিন আগে ভারতের কর্নাটকের বেঙ্গালুরুতেও খোঁজ মিলেছিল hMPV আক্রান্তের।
যারফলে প্রশ্ন উঠছে, গিয়ান বার সিনড্রোমের প্রকোপ ও আচমকা বাড়বাড়ন্তের মধ্যেই hMPV নিয়ে ভারতে পরিস্থিতি কতটা উদ্বেগজনক? এই প্রসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব জনগণকে আশ্বস্ত করেছেন, এখনই ভারতে hMPV নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কোনও কারণ নেই।
hMPV অনেক আগে ২০০১ সাল থেকেই বিশ্বজুড়ে আছে। এখন শীতের সময় যেহেতু শ্বাসক্রিয়া সংক্রান্ত অসুস্থতা বাড়ে, তাই সরকার যে কোনও পরিস্থিতি মোকাবিলার জন্য সবরকমভাবে প্রস্তুত আছে।
hMPV খুবই সাধারণ একধরণের রেসপিরেটরি ভাইরাস। যার জন্য মৃদু সংক্রমণ ছড়ায়। আবার নিজে থেকে তা ঠিকও হয়ে যায়। তবে কোনওভাবেই যাতে ইনফ্লুয়েঞ্জা ও সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন বা SARI না ছড়ায়, তার জন্য রাজ্যগুলিকে কঠোর নজরদারি চালানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।
প্রসঙ্গত, পুণের পাশাপাশি কলকাতাতেও খোঁজ মিলেছে গিয়ান বার সিনড্রোমে আক্রান্তের। মোট ৫ জন আক্রান্ত রাজ্যে। সবাই শিশু। যদিও রাজ্য স্বাস্থ্য সচিব জানিয়েছেন, উদ্বেগের কিছু নেই। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।