করোনাভাইরাস ছড়িয়েছে চিন, বার বার এমন অভিযোগে সরব হয়েছে আমেরিকা। তবে বার বারই সেই অভিযোগ অস্বিকার করেছে চিন। তবে এ বার চিনের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে চিনে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষ তদন্তকারী দল।
আগেই এ বিষয়ে চিনের প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO)-এর ডিরেক্টর জেনারেল টেড্রস আধানম ঘেব্রেইসাসের (Tedros Adhanom Ghebreyesus)। এ বার করোনা মহামারির উৎস খুঁজতে চিনে যাচ্ছে (WHO)-এর প্রতিনিধি দল।
সংবাদ সংস্থা এএনআই-কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী ডঃ সৌম্য স্বামীনাথন জানান, করোনা মহামারির উৎস খুঁজতে বিস্তারিত তদন্ত হওয়া জরুরি। কী ভাবে, কোন প্রাণীর থেকে এই ভাইরাস ছড়িয়েছে, মানুষের শরীরে করোনা কী ভাবে সংক্রমিত হল, তা জানা দরকার।
WHO-এর প্রধান বিজ্ঞানী ডঃ সৌম্য স্বামীনাথন জানান, গত বছর ডিসেম্বরে চিনের ইউহান শহরে নিউমোনিয়ার একাধিক ঘটনা সামনে আসে। এ বিষয়ে সে দেশের প্রশাসন জানানোর আগেই খবর পান চিনে কর্মরত (WHO)-এর আধিকারিকরা।
এ দিকে করোনা চিকিৎসার জন্য বিশেষ ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার (WHO)-এর ডিরেক্টর জেনারেল টেড্রস আধানম ঘেব্রেইসাস (Tedros Adhanom Ghebreyesus) জানান, এই ওষুধের ট্রায়াল সফল হলে তা করোনা রোগীদের সুস্থ করে তুলতে সহায়ক হবে এটি।