Bengal Weather Update: আগামী ২-৩ ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে বৃষ্টি। কলকাতার একাংশ, উত্তর ২৪ পরগনার একাংশ এবং নদীয়া জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার তাৎক্ষণিক পূর্বাভাস বা নাও কাস্ট।
অয়ন ঘোষাল: আবহাওয়ার বড় আপডেট। ২-৩ ঘণ্টায় ধেয়ে আসছে বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টি।
কলকাতার একাংশ, উত্তর ২৪ পরগনার একাংশ এবং নদীয়া জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার তাৎক্ষণিক পূর্বাভাস বা নাও কাস্ট।
দক্ষিণ ২৪ পরগণার একাংশে বৃষ্টি ও দমকা হাওয়ার নাও কাস্ট। জারি হলুদ সতর্কতা।
আগেই জানা গিয়েছিল, দক্ষিণ-পূর্ব উত্তর প্রদেশের সুস্পষ্ট নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে। উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। রয়েছে একটি পূর্ব পশ্চিম অক্ষরেখাও।
রবিবার পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
উত্তরবঙ্গে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে। রবিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে।