West Bengal Weather Update: কাল বুধবার দুপুরে আবহাওয়ার অনেকটা উন্নতি। বৃহস্পতি, শুক্রবার অনেকটাই কম বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গে।
অয়ন ঘোষাল: আজ, মঙ্গলবার দিনের বাকি সময় রাজ্যের সমস্ত জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি এবং দুই ২৪ পরগনা জেলায় আজ দিনের বাকি সময় ভারী বা অতিভারী বৃষ্টি হতে পারে।
এই বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা আগামীকাল বুধবার বিকেলের পর হ্রাস পাবে। নিম্নচাপ ধীরে ধীরে পশ্চিমাঞ্চলের জেলা হয়ে ঝাড়খণ্ডের দিকে সরবে।
গতি অত্যন্ত মন্থর হওয়ায় সরতে সময় লাগবে। কাল উত্তর এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা এবং ব্যাপকতা অনেক কমলেও বৃষ্টি বহাল থাকবে।
পরশু ১০ জুলাই বিক্ষিপ্তভাবে একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। ১১ জুলাই শুক্রবার আরও কিছুটা কমবে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা আরও কিছুটা কমবে।
১১ জুলাই উত্তরের ওপরের দিকের ৫ জেলায় তুলনামূলক ভাবে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। শনিবার ১২ জুলাই ফের বৃষ্টি বাড়বে রাজ্যে।
দক্ষিণের প্রায় সমস্ত জেলায় ফের মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টি শুরু হবে। ১৩ জুলাই রবিবার উত্তরের সব জেলায় বৃষ্টির ব্যাপকতা বাড়বে।
দক্ষিণে বৃষ্টি চলবে। তবে তার পরিমাণ শুক্রবারের অনুপাতে কিছুটা হ্রাস পাবে।