তিস্তার দোমহানি ও এনএইচ ৩১ জলঢাকা নদী-সহ তিস্তার মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ বর্ডার অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে বলে মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ সেন্ট্রাল ফ্লাড কন্ট্রোল রুম জলপাইগুড়ি সূত্রে জানা যায়। চিন্তা নদী পাড়ের বাসিন্দাদের!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ব্যাপক বৃষ্টিপাত শুরু হয় সোমবার রাত থেকে। পাহাড়-সহ সমতলে সমানতালে চলে বৃষ্টি। রাতেই শহরের একাধিক জায়গা সাময়িকের জন্য জলমগ্ন হয়ে পড়ে।
অন্যদিকে বৃষ্টিপাতের জেরে বিপর্যস্ত জন জীবন। সোমবার বিকেল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ১৪৬ মিলি মিটার বৃষ্টিপাত হয়েছে ৷
আগামী দু থেকে তিন দিন এই রকমই ভারী বৃষ্টিপাত হবে বলে হাওয়া অফিস সূত্রে খবর। পাশাপাশি, বৃষ্টিপাতের জেরে তিস্তা থেকে মহানন্দা একবারে ফুলেফেঁপে উঠেছে ৷ জাতীয় সড়ক ১০ এর একাধিক জায়গায় ছোট থেকে বড় ধস নেমেছে৷
শ্বেতীঝোড়া, সেলফিদারা, বিরিকদারা, লিকুভিড় -সহ একাধিক জায়গায় বিভিন্ন সময় ধস নামছে। উপর থেকে পাথর গড়িয়ে জাতীয় সড়কে নামছে।
যদিও বা ধস সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে প্রশাসন ৷ জাতীয় সড়ক ১০-এর ধস প্রবণ এলাকায় বাড়তি নজর দাড়ি রয়েছে কালিম্পং ও দার্জিলিং জেলা প্রশাসনের।
বুধবার রাত থেকেই সিকিম-সহ উত্তরবঙ্গের সমতলে চলছে ভারী বৃষ্টিপাত, আবহাওয়া দফতরের পক্ষ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে এই অঞ্চলে ভারী বৃষ্টিপাত চলবে বলে।