PHOTOS

Sandakphu: এমন তুষারপাত বহুদিন দেখেনি সান্দাকফু; পানীয় জলের আকাল, বরফ দিয়েই বাসন মাজছেন অনেকে

Advertisement
1/7

বসন্তে হাড়কাঁপানো শীত বহু কাল দেখেনি সান্দাকফুবাসী। আবহাওয়ার উঠানামা থাকলেও মার্চ মাসে তুষারপাত সেভাবে হয়নি বিগত কয়েক বছরে। কিন্তু প্রায় তিনদিন ধরে বৃষ্টিপাত-সহ ব্যাপক তুষারপাত দার্জিলিংয়ের সান্দাকফুতে।-তথ্য ও ছবি-নারায়ণ সিংহ রায়

 

2/7

পশ্চিমী ঝঞ্ঝার কারনে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস। তবে আবহাওয়ার এমন আমূল পরিবর্তন হবে তা আন্দাজ করতে পারেনি পাহাড়বাসী। কাজেই একদিকে সমতলে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত অন্যদিকে সান্দাকফু সহ বিস্তীর্ণ এলাকায় ভারী তুষারপাত হয়। যার ফলে বিপর্যস্ত জনজীবন।-তথ্য ও ছবি-নারায়ণ সিংহ রায়

3/7

দিন দুয়েক আগেই পর্যটকদের নামিয়ে আনা হয় সান্দাকফু থেকে। এক প্রকার বন্ধ হয়ে যায় গাড়ি চলাচল। তুষারপাতের পরিমান এতটাই যে, সান্দাকফুর অনেক আগেই থেমে যাচ্ছে যান চলাচল। -তথ্য ও ছবি-নারায়ণ সিংহ রায়

4/7

তবে সবথেকে বড় অসুবিধা পানীয় জল ও বিদ্যুৎ। বৃষ্টিপাতের কারনে বিঘ্নিত হয়েছে বিদ্যুৎ পরিষেবা। অন্যদিকে পানীয় জলের ট্যাঙ্কগুলো বরফের ট্যাঙ্কে পরিনত হয়েছে। জনজীবনকে স্বাভাবিক করতে সরকারি সাহায্যের আবেদন করছেন সান্দাকফুবাসীরা। -তথ্য ও ছবি-নারায়ণ সিংহ রায়

5/7

স্থানীয় বাসিন্দা রিঞ্জি শেরপা বলেন, "লাগাতার তিন দিনের তুষারপাতের কারনে আমাদের জনজীবন বিপর্যস্ত। সবথেকে বড় সমস্যা পানীয় জল। জলের ট্যাঙ্ক বরফে পরিনত হয়েছে। খাওয়া দাওয়ার ব্যাপক সমস্যা। নীচের থেকে কোন গাড়ি উপরে উঠছে না। পর্যটকদের আগেই নামিয়ে দেওয়া হয়েছে।" -তথ্য ও ছবি-নারায়ণ সিংহ রায়

 

6/7

অন্যদিকে একটি ভিডিওতে দেখা যাচ্ছে , রাস্তার উপরে বরফ দিয়েই বাসন মাজছেন স্থানীয়রা। -তথ্য ও ছবি-নারায়ণ সিংহ রায়

 

7/7

তাদের বক্তব্য, গাড়ি চলাচল সমস্ত বন্ধ হয়ে গিয়েছে। পানীয় জল বরফে পরিণত। রাস্তার জমা বরফ নিজেরাই যতটুকু পারছি সরিয়ে চলাচল করছি। পুর্ত দফতরকে হস্তক্ষেপের আবেদন জানাচ্ছি। -তথ্য ও ছবি-নারায়ণ সিংহ রায়





Read More