PHOTOS

Orgasm বাড়ায় ইমিউনিটি, ভোলায় ক্লান্তি, আরও সুন্দর হোক রাতের climax

রইল টিপস।

Advertisement
1/6

নিজস্ব প্রতিবেদন: বিশেষজ্ঞরা বারবার বলেন, সম্পর্কে টিকিয়ে রাখতে গেলে সেক্স লাইফ (Sex Life) ভাল হওয়া অত্যন্ত জরুরি। আর ভাল সেক্স লাইফের মূল মন্ত্রই হল যথাযথ অর্গাজম (Orgasm)। বিভিন্ন গবেষণা বলছে, অর্গাজাম (Orgasm) কেবল শারীরিক চাহিদা মেটায় না, তার সঙ্গে বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা (immunity) এবং দূর করে শরীরের সমস্ত ক্লান্তি। উল্টো দিকের মানুষটাকে অর্গাজামের যথাযথ সুখ দেওয়া আপনারই দায়িত্ব। সেজন্য জেনে নিন এই 'চরম সুখ' পাওয়ার কিছু গোপন টোটকা। আর তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করুন প্রতি রাতের climax সিন৷  

2/6
Sex Toy-এর ব্যবহার করুন
Sex Toy-এর ব্যবহার করুন

এই বিষয়ে কোনও সন্দেহ নেই যে, সাধারণ পদ্ধতির তুলনায় সেক্স টয় (sex toys) অর্গাজামের আনন্দ কযেক গুণ বাড়িযে দিতে পারে৷ তাছাড়া প্রত্য়েক দিনের সেক্স লাইফে একটু নিত্যনতুন গবেষণাও চলতে পারে৷ 

3/6
উত্তেজনাকে নিজের আয়ত্তে আনুন
উত্তেজনাকে নিজের আয়ত্তে আনুন

‘Edging’- এই শব্দটির সঙ্গে অনেকেরই হয়ত পরিচয় নেই৷ তবে সেক্স লাইফে এটার গুরুত্ব অনেক৷ সঙ্গমের সময় যখন আপনার উত্তেজনা শিখরে বা চরমে পৌঁছে যাবে৷ আপনি অর্গাজামের একদম কিনারায় দাঁড়িয়ে রয়েছেন৷ ঠিক তখন নিজের উত্তেজনাকে প্রশমন করাই হল ‘Edging’৷ অর্থাৎ অর্গাজামের অন্তিম মুহূর্তে হঠাৎ করে উত্তেজনাকে দমিয়ে দেওয়া৷ সঙ্গমের সময়ে বারবার এটা চেষ্টা করে দেখতে পারেন৷  

4/6
চিন্তা মুক্ত হোন
চিন্তা মুক্ত হোন

ভাল অর্গাজামের অন্যতম প্রধান উপকরণ হল চিন্তা মুক্ত মাথা। মন থেকে সমস্ত দ্বিদা-দ্বন্দ্ব দূর করে সঙ্গমে লিপ্ত হওয়াই আসল পদ্ধতি। মাথায় চিন্তার পাহাড় চাপিয়ে কোনও দিন সেক্স লাইফ উপভোগ করা যায় না৷ অর্গাজাম তো বহু দূর!

5/6
চুটিয়ে foreplay করুন
চুটিয়ে foreplay করুন

সেক্স লাইফে foreplay আরও একটি প্রধান উপকরণ৷ পরস্পরের সঙ্গে দীর্ঘক্ষণ foreplay-তে লিপ্ত হলে সময়টা আরও মধুর হয়ে ওঠে৷ আর অর্গাজাম তো ভাল হয়ই৷

6/6
নিজের সঙ্গীর কাছে সৎ থাকুন
নিজের সঙ্গীর কাছে সৎ থাকুন

সেক্স লাইফ নিয়ে নিজের সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে অনেকে খোলা মনে কথা বলতে ইতস্তত বোধ করেন৷ উল্টো দিকের মানুষটার থেকে তিনি কী চান, তা বলতে পারেন না৷ কিন্তু এটা করবেন না৷ দীর্ঘস্থায়ী সেক্সলাইফ পেতে চাইলে পরস্পরের সঙ্গে মন খুলে কথা বলুন৷ একে অপরকে বুঝুন৷ উল্টোদিকের মানুষটা কী পেলে খুশি হবে তা জানুন৷ আপনার চাহিদাও জানান।





Read More