PHOTOS

EXPLAINED | High Magnitude Earthquake: তীব্র ভূকম্পে কাঁপল ৬০ কিমি গভীর মাটি! ভেঙে পড়ল দূতাবাস, দুলে উঠল গভীর সমুদ্র...

Earthquake of 7.3 Magnitude: হনলুলুর প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র এই তীব্র মাত্রার ভূমিকম্পের পরে সন্নিহিত অঞ্চলে সুনামি-সতর্কতা জারি করেছে।

Advertisement
1/6
ভানুয়াতু
ভানুয়াতু

প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুর রাজধানী পোর্ট ভিলায় আঘাত হেনেছে ৭.৪ মাত্রার তীব্র এক ভূমিকম্প।

2/6
সুনামি-সতর্কতা
সুনামি-সতর্কতা

জানা গিয়েছে, জারি করা হয়েছে সুনামি সতর্কতা।

3/6
৩০ কিমি দূরে, মাটির ৫৭ কিমি গভীরে
৩০ কিমি দূরে, মাটির ৫৭ কিমি গভীরে

আজ মঙ্গলবার আঘাত হেনেছে এই ভূমিকম্প। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানী পোর্ট ভিলা থেকে ৩০ কিলোমিটার দূরে, এটির উৎস ছিল মাটি থেকে ৫৭ কিলোমিটার গভীরে।

4/6
ভেঙে পড়ল দূতাবাস
ভেঙে পড়ল দূতাবাস

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা গেছে, পোর্ট ভিলায় বিদেশি দূতাবাস থাকা একটি ভবনের জানালা ও সিমেন্টের পিলার ভেঙে পড়েছে। ওই ভবনে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও নিউজিল্যান্ডের দূতাবাস রয়েছে।

5/6
মৃত্যু?
মৃত্যু?

ভূমিকম্পের পরে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এর পরে কী হবে, কেউ জানে না।

6/6
কেন এ অঞ্চলে এত ভূমিকম্প?
কেন এ অঞ্চলে এত ভূমিকম্প?

হনলুলুর প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র এই তীব্র মাত্রার ভূমিকম্পের পরে সুনামি-সতর্কতা জারি করেছে। সেই সতর্কবার্তায় বলা হয়েছে, ভানুয়াতু ছাড়াও এর পার্শ্ববর্তী ফিজি, কিরিবাতি, পাপুয়া নিউগিনি, সলোমন দ্বীপ, ট্রুভ্যালু-সহ বেশ কয়েকটি এলাকা এই সুনামির বিপদের মুখে। কেন এ অঞ্চলে এত ভূমিকম্প? কেননা, এটি একটি ভূকম্প-প্রবণ এলাকা হিসেবে বরাবরই চিহ্নিত। এখানে ভূকম্পন ও কার জেরে সুনামি লেগেই থাকে। 





Read More