Caribbean Sea Earthquake: ২০০৪ সালের কথা মনে পড়ে যাওয়া খুব স্বাভাবিক। সেবার ভারত মহাসমুদ্রের নীচে ঘটেছিল ভয়ংকর কম্পন। তা থেকে ছড়িয়েছিল মারণ সুনামি। আর এবার?
ভূমিকম্পটি ঘটে যাওয়ার পরেই মার্কিন জিওলজিক্যাল সার্ভে দ্রুত নেমে পড়েছে এই কম্পন সংক্রান্ত সমস্ত তথ্য সংগ্রহ করতে।
বলা হয়েছিল, উচ্চমাত্রার এই কম্পনের পরে স্বাভাবিক নিয়মেই আসবে বেশ কয়েকটি আফটারশক। এবং কখনও তা মূল কম্পনের চেয়ে বেশি মাত্রারও হতে পারে।
বলা হয়েছিল, শুধু আফটারশকই নয়, আসবে সুনামিও। প্রাথমিক ভাবে ১ থেকে ৩ মিটার পর্যন্ত উঁচু ঢেউ ধেয়ে আসতে পারে উপকূলে।
ভয়ংকর শক্তিশালী এই ভূমিকম্পনটি ঘটেছে ক্যারিবিয়ান সমুদ্রে। মার্কিন জিওলজিক্যাল সার্ভে এই খবর জানিয়েছে।
রবিবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ জর্জ টাউনের ১৩০ মাইল দক্ষিণ-পশ্চিমে কেইম্যান দ্বীপে ভূকম্পটি ঘটেছে।
তবে, প্রাথমিক ভাবে সুনামি সতর্কতা জারি থাকলেও, পরে তা তুলে নেওয়া হয়।