Deadliest Earthquake Across Almost the World: কেঁপে উঠল বিশ্ব। হ্যাঁ, প্রায় তাই-ই। সোমবারই পাকিস্তানে (Pakistan) ভূমিকম্প (Earthquake) হয়। সোমবার দুপুর ১টা ২৬ মিনিটে এই কম্পনটি হয়। আর এবার গ্রিস ও সন্নিহিত এলাকায়। কত তীব্র এই কম্পন?
পাকিস্তানে এর আগে, শুক্রবার রাত ১ টা ৪৫ মিনিট নাগাদ একটা ভূমিকম্প অনুভূত হয়েছিল। ২৪ ঘণ্টার ব্যবধানে শনিবার সকালে দ্বিতীয়বারের জন্য কেঁপে উঠেছিল পাকিস্তানের মাটি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছিল, রিখটার স্কেলে আগের কম্পনের মাত্রা ছিল ৪। আর পরের টি ছিল ৪.৬ মাত্রার!
কয়েকদিনের পর ভূকম্পে কেঁপে উঠেছিল হিন্দুকুশ অঞ্চল। আফগানিস্তান। পাক-অধিকৃত কাশ্মীরের গিলগিট অঞ্চল। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ। কম্পন অনুভূত হয়েছিল আফগানিস্তানের উত্তর-পূর্ব প্রান্ত এবং তাজিকিস্তানের কয়েকটি অঞ্চলেও। এছাড়াও কেঁপে উঠেছিল আটক, পেশোয়ার, মারদান, নওশেরা, সোয়াবি, উত্তর ওয়াজিরিস্তিান-সহ বিভিন্ন জেলা।
আসলে পাকিস্তান, আফগানিস্তান এবং ভারতীয় উপমহাদেশের একটি অংশ ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত অস্থির। এখানে প্রায়ই ইউরেশিয়ান প্লেট ও ভারতীয় প্লেট একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এই দুটি প্লেটের মাঝে শক্তি সঞ্চিত হয়। এবং ভূমিকম্পের সৃষ্টি হয়।
আর এবার কেন্দ্র গ্রিস! ৬.১ মাত্রার এক তীব্র ভূকম্পে কেঁপে উঠল গ্রিক সভ্যতার আঁতুড়ঘর।
মার্কিন ভূতাত্ত্বিক সর্বেক্ষণের তথ্য অনুযায়ী, কম্পন ঘটেছিল বুধবার ভোররাতে। বোঝার সুবিধার জন্য বলা যায়, মঙ্গলবার (তারিখ যদিও ১৪ মে) গভীর রাতে, রাত ১টা ৫১ মিনিটে নাগাদ, মাটি থেকে ৭৮ কিমি গভীরে এই কম্পন ঘটে।
কম্পন অনুভূত হয় কায়রো, মিশর, ইজরায়েল, লেবানন, তুর্কিয়ে এবং জর্ডনে।
কেন এমন কম্পন? গ্রিস আসলে ভূকম্পপ্রবণ একটি এলাকা। এটি অনেকগুলি সক্রিয় চ্যুতিরেখার উপর দাঁড়িয়ে আছে।
আথেন্স বিশ্ববিদ্যালয়ের সিসমোলজি ল্যাবরেটরি এক চমকপ্রদ তথ্য দিয়েছে। আঁতকে ওঠার মতো অবশ্য। কী তথ্য?
২০২৫ সালের ২৬ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারির মধ্যে ১৮ হাজার ৪০০টি লো-ম্যাগনিটিউড কোয়েক অনুভূত হয় এ-অঞ্চলে।
এই অঞ্চলটি সাইক্লেডস আর্কিপেলাগোর উপর অবস্থিত। এজিয়ান সমুদ্র-সংলগ্ন।