PHOTOS

Earthquake Strikes Kamchatka: ফের দুলে উঠল কামচাটকা! বুধের বিপর্যয়ের পরে বৃহস্পতির ভোরেও রাশিয়ার উপকূলে ভয়াল ছোবল...

High Magnitude Earthquake Strikes Kamchatka: দ্য ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার ফের কামচাটকায় এক কম্পনের খবর জানাল। বুধবারই ২০১১ সালের পর শক্তিশালী এক ভূমিকম্প ঘটে গিয়েছে। ৮.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর ৭.৫ মাত্রার আফটার শকও হয় গতকাল।

Advertisement
1/7
৫.৩ মাত্রা
৫.৩ মাত্রা

বুধবারের ওই ভয়াল বিপর্যয়ের পরেও মুক্তি নেই! রাশিয়ার কামচাটকায় আবার ধাক্কা। এবার ভূমিকম্প! ৫.৩ মাত্রার।

2/7
৩২ কিমি গভীরে
৩২ কিমি গভীরে

দ্য ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার এই কম্পনের খবর জানিয়েছে। মাটি থেকে ৩২ কিমি গভীরে এই ভূমিকম্পের উৎস। 

3/7
আলাস্কা-হাওয়াই দ্বীপাঞ্চল
আলাস্কা-হাওয়াই দ্বীপাঞ্চল

গোটা মার্কিন উপকূল সন্ত্রস্ত হয়ে আছে। আলাস্কা-হাওয়াই দ্বীপাঞ্চলেও ঘোর সুনামির আশঙ্কা। প্রশান্ত মহাসাগরের এই ভয়াবহ ভূকম্প পৃথিবীজুড়ে অনেক ওলটাপালট ঘটাবে।

4/7
অ্যালিউশিয়ান আইল্যান্ডে
অ্যালিউশিয়ান আইল্যান্ডে

শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক কোস্ট এরিয়াই নয়, ভয়ে কাঁপছে জাপানও। ভূমিকম্পের পরের প্রথম সুনামিটা এসেই গিয়েছে। সেটি আছড়ে পড়েছে আলাস্কার পশ্চিমে অ্যালিউশিয়ান আইল্যান্ডে।

5/7
ভয়ংকর সুনামি
ভয়ংকর সুনামি

মোটামুটি একক্ষণে উত্তর ক্যালিফোর্নিয়ায় এসে পৌঁছেছে ভয়ংকর সুনামি। সবকিছু ঠিক থাকলে ভারতীয় সময়ে দুপুর সাড়ে বারোটা নাগাদ সুনামি আসবে ক্যালিফোর্নিয়ায়। সানফ্রানসিসকোতে আর একটু পরে। এরও মিনিটদশেক পরে দক্ষিণ ক্য়ালিফোর্নিয়ায়। ৩০ জুলাই, বুধবার ভোরে ৮.৮ মাত্রার এক ভয়ংকর ভূমিকম্পে কেঁপে ওঠে রাশিয়ার পূর্ব উপকূল। ১৯৫২ সালের পরে এটাই সবচেয়ে বড় ভূমিকম্প রাশিয়ায়। 

6/7
১.৩ ফুট উঁচু ঢেউ
১.৩ ফুট উঁচু ঢেউ

ভূমিকম্পের পরই সঙ্গে সঙ্গে আছড়ে পড়েছে সুনামি। সুনামির ঢেউ প্রায় ৩ থেকে ৪ মিটার উঁচু (১০-১৩ ফুট)। প্রাথমিক ভাবে সুনামির ঢেউ আছড়ে পড়েছে রাশিয়ার পূর্ব উপকূলে-- কামচাটকা, সেরগেই, লেবেডেভ এলাকায়। জাপানের উত্তরে হোক্কাইডোর দক্ষিণ উপকূলেও আছড়ে পড়ে সুনামি। ৪০ সেন্টিমিটার, মানে ১.৩ ফুট উঁচু সুনামির ঢেউ আছড়ে পড়ে সেখানে। সুনামির ঢেউ জাপানের উত্তর ও পূর্ব উপকূলেও আছড়ে পড়তে পারে বলে সতর্ক করেছে জাপানের আবহাওয়া দফতর।  সুনামির সাইরেন বাজছে হনলুলুতে।

7/7
তেজস্ক্রিয় বিকিরণ!
তেজস্ক্রিয় বিকিরণ!

ভয়াবহ ভূমিকম্পের জেরে ফাটল রাস্তায়। সুনামির ঢেউ ভাসিয়ে নিয়ে গিয়েছে রাশিয়ার পূর্বের বন্দর শহর সেভেরো-কুরিলস্ক। ২০০০-এরও বেশি মানুষ বিপন্ন। জলের তলায় ডুবে গিয়েছে বাড়িঘর। প্রাণহানির খবর এখনও পাওয়া যায়নি। ভূমিকম্প ও সুনামির জেরে তেজস্ক্রিয় বিকিরণের আশঙ্কা ছড়িয়েছে জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রে। ইতিমধ্যেই ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র থেকে সমস্ত কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে।





Read More