PHOTOS

Hilsa Catch: বাঙালির পাতে মাত্র ২৫০ টাকায় ইলিশ! আপনারও কি চাই?

Advertisement
1/5
ইলিশের দাম কেজি ২৬০ টাকা?
 ইলিশের দাম কেজি ২৬০ টাকা?

নিজস্ব প্রতিবেদন:  ইলিশের দাম কেজি ২৬০ টাকা? এই বাজারে এত সস্তা ইলিশ! তাক লাগানো দাম ইলিশের। কিন্তু কোথায়? বাংলাদেশের ইলিশ বিক্রেতা জাহাঙ্গীর জানিয়েছেন, দিনের বেলায় ইলিশের দাম বেশি ছিল। কিন্তু রাতে ক্রেতা কম থাকার কারণেই ইলিশের দাম কমেছে। কলকাতার বাজারে ইলিশ কেজি দর প্রতি ১৪৯৩টাকা সেই জায়গায় বাংলাদেশে ইলিশের চমক লাগানো দাম। 

 

2/5
বাংলাদেশের বরগুনায় মাইকিং করে প্রতিকেজি ইলিশ ২৬০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে
বাংলাদেশের বরগুনায় মাইকিং করে প্রতিকেজি ইলিশ ২৬০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে

ইলিশের আকালেও সুখবর। বাংলাদেশের বরগুনায় মাইকিং করে প্রতিকেজি ইলিশ ২৬০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে বলে জানা গিয়েছে। বরগুনা পৌর মাছ বাজারের সামনে রাস্তার ধারে ৩ মাছ বিক্রেতা মাছের ডালা সাজিয়ে দুই ধরনের ইলিশ বিক্রি করছিলেন বলে জানা গিয়েছে।

3/5
আগামীদিনেও মাইকিং করে ইলিশ বিক্রি করার সম্ভাবনা রয়েছে
আগামীদিনেও মাইকিং করে ইলিশ বিক্রি করার সম্ভাবনা রয়েছে

আগামীদিনেও মাইকিং করে ইলিশ বিক্রি করার সম্ভাবনা রয়েছে। যে সমস্ত বিক্রেতারা পরে মাছ এনেছেন বাজারে, তাঁদেরই কয়েক জনের কাছে কম দামে মিলেছে ইলিশ।

4/5
তদন্ত করে দেখা হবে মাছের গুণগতমান কেমন ছিল
 তদন্ত করে দেখা হবে মাছের গুণগতমান কেমন ছিল

বরগুনা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা সেলিম আহমেদ জানিয়েছেন, বিষয়টি তাঁরা শুনেছেন, তদন্ত করে দেখা হবে মাছের গুণগতমান কেমন ছিল। প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বিক্রেতাদের বিরুদ্ধে।

5/5
অগস্ট মাসের শেষের দিকে প্রচুর ইলিশ ধরা পড়েছে
অগস্ট মাসের শেষের দিকে প্রচুর ইলিশ ধরা পড়েছে

বাঙালির পাতে ইলিশের দাম আকাশছোঁয়া, সেখানে বাঙলাদেশের বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার মৎস্য অবতরণকেন্দ্রের পরিচালক এম লুৎফর রহমান জানান, 'অগস্ট মাসের শেষের দিকে প্রচুর ইলিশ ধরা পড়েছে। সেই কারণেই ইলিশের দাম কমতে শুরু করেছে। গত বছরের তুলনায় ইলিশের দাম এবার কম আছে বলেও মন্তব্য করেন বলে জানান তিনি। 

 

 





Read More