Hina Khan Wedding: হিনা ও রকির সম্পর্ক নাকি রকির বাড়ি থেকে মেনে নেয়নি, একথা শোনা যেত ইন্ডাস্ট্রির অন্দরে। এরপর হিনা ক্যানসারে আক্রান্ত হতেই সকলে মনে করেছিলেন প্রেম এবার ভাঙবে। কিন্তু সেই প্রেম আরও দৃঢ় হল। কলকাতার ছেলে রকিকে বিয়ে করলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী হিনা খান।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিয়ে করলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী হিনা খান (Hina Khan)। বুধবার সবাইকে চমকে দিয়ে বিয়ের একগুচ্ছ ছবি পোস্ট করেন হিনা।
বেশ কিছুমাস ধরেই খবরের শিরোনামে হিনা। ক্যানসারে (Cancer) আক্রান্ত অভিনেত্রী।
তবে ক্যানসার তাঁকে দমাতে পারেনি। একদিকে চলছে কেমো, অন্যদিকে কাজও করছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় পোস্টে দেখা যায় সেই যুদ্ধ।
হিনা প্রথমদিন থেকেই জানিয়েছিলেন যে ক্যানসারের সঙ্গে তাঁর এই লড়াইয়ে পাশে রয়েছেন তাঁর দীর্ঘদিনের প্রেমিক রকি জয়সওয়াল। ক্যানসার আক্রান্ত হিনার ছায়াসঙ্গী হয়ে রয়েছেন রকি।
বুধবার রকির সঙ্গে সংসার পাতলেন অভিনেত্রী। কলকাতার ব্যবসায়ী পরিবারের ছেলে রকি জয়সওয়ালের সঙ্গে বহুদিনের সম্পর্ক হিনা খানের।
রকি কখনও প্রেমিকার মনোবল বাড়াতে কখনও মাথা কামিয়েছেন, কখনও আবার মক্কায় সফরসঙ্গী হয়েছেন। এবার সেই সম্পর্ক আরও দৃঢ় করলেন তাঁরা।
কোনও ধর্মীয় আচার নয়, আইনি মতে বিয়ে সারলেন যুগলে।
আইভরি রঙের পোশাকে দু’জনে করেছিলেন রংমিলান্তি, সঙ্গে আনকাট হিরের গহনা।
সোশ্যাল মিডিয়ায় হিনা লিখেছেন, ‘‘দুটি পৃথক জগৎ থেকে এসে আমরা ভালবাসার এক বিশ্ব তৈরি করেছি। আমাদের পার্থক্যগুলো ম্লান হয়ে গেছে, আমাদের হৃদয় একসঙ্গে হয়েছে। আমরা আজীবনের বন্ধন তৈরি করলাম....।"
রকি পেশায় একজন প্রযোজক। হিনার জনপ্রিয় ধারাবাহিক ‘ইয়ে রিস্তা ক্যায়া কহেলতা হ্যায়’ প্রযোজক ছিলেন তিনি।
হিনা ও রকির সম্পর্ক নাকি রকির বাড়ি থেকে মেনে নেয়নি, একথা শোনা যেত ইন্ডাস্ট্রির অন্দরে। এরপর হিনা ক্যানসারে আক্রান্ত হতেই সকলে মনে করেছিলেন প্রেম এবার ভাঙবে। কিন্তু সেই প্রেম আরও দৃঢ় হল।
সম্প্রতি এক রিয়েলিটি শোয়ের শুটিং ফ্লোরে হাজির হয়েছিলেন রকি ও হিনা। সেখানেই এমনভাবে জুটিকে আপ্যায়ন করা হয়, যেন রকি বরযাত্রী নিয়ে ঢুকছেন। সেখান থেকেই শুরু হয়েছিল বিয়ের জল্পনা। অবশেষে বুধবার এল সুসংবাদ।