Hindu Muslim Harmony in kalna: গত ১৫ বছর ধরেই বিভিন্ন হিন্দু দেবদেবীর ছবি এমব্রয়ডারির মাধ্যমে ফুটিয়ে তুলছেন জপমালার থলিতে। মুসলিম ভাইবোনেদের হাতে তৈরি জপমালার এই থলি নিয়েই কৃষ্ণনাম জপ করেন হিন্দুরা! সম্প্রীতির কী অপূর্ব ছবি!
সম্প্রীতির এমন অনন্য নজির সৃষ্টি করে চলেছেন হজরত, রুপিয়া, আনোয়ারা,শাহানারা, রুনা খাতুনেরা।
কালনার সিংহজুলি মসজিদপাড়া এলাকার হজরত দিল্লিতে এমব্রয়ডারির কাজের জন্য গিয়েছিলেন। বাড়িতে ফিরে আসার পরে মায়াপুরের ইসকনের এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় তাঁর। সেই সূত্র ধরেই তাঁর এই কাজে আসা।
তারপর থেকে এটাকেই তিনি পেশা বানিয়ে ফেলেন। পাশাপাশি, গ্রামেরই ১৫-১৬ জন মুসলিম মহিলাকে কাজ শিখিয়ে তাঁদের স্বাবলম্বীও করেন তিনি।
হজরতের শেখানো পথ ধরেই সেখানে ক্রমশ স্বাবলম্বী হচ্ছেন এলাকার শাহানারা, আনোয়ারা, রুনা খাতুনেরা। ভিনগ্রামের হিন্দু মহিলারাও এই কাজ করে স্বাবলম্বী হচ্ছেন।
হজরতের কথায়, আমরা হিন্দু-মুসলিমের মধ্যে কোনও ভেদাভেদ দেখি না। এ যে কত বড় সত্যি, বোঝা যায়, যখন জানা যায়, তাঁর বানানো এই জপমালার থলি যায় মায়াপুরেও। কাছেপিঠের মধ্যে নদীয়ার মায়াপুরে জপমালার চাহিদা রয়েছে। তাই সেখানে জপমালার থলি পাঠান তিনি। লাভবানও হচ্ছেন।
তাহলে? পহেলগাঁওই দিনের শেষে সত্য নয়। তার বাইরেও পৃথিবী আছে, যেখানে প্রতি মুহূর্তে হিন্দু-মুসলিম সম্প্রীতি ও ভালোবাসার নজির।