PHOTOS

Human Metapneumovirus | HMPV: ভয়ংকর ভাইরাসের ভীতিতে কাঁপছে সবাই! বয়স্ক আর অন্তঃসত্ত্বাদের মাস্ক পরার নির্দেশিকা...

Wearing Masks in Kerala: ইতিমধ্যেই দেশের নানা প্রান্তে দ্রুতগতিতে ছড়াচ্ছে এই ভাইরাস। করোনার পরে ফের এক বিপদ! এবার উদ্বিগ্ন স্বয়ং মন্ত্রীও।

Advertisement
1/6
এখনও নয়
এখনও নয়

এখনও হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি)-র কোনও ঘটনা ঘটেনি ভারতে!

2/6
সতর্কতা
সতর্কতা

তবে সতর্কতা গ্রহণ শুরু হয়ে গিয়েছে। 'হিউম্যান মেটানিউমো ভাইরাসে' বা এইচএমপিভি (hmpv)-র সঙ্গে লড়ার জন্য বিভিন্ন রাজ্য নিজের মতো করে ভাবতে শুরু করে দিয়েছে।

3/6
কেরালায়
কেরালায়

যেমন, এখনই কেরালায় শুরু হয়ে গিয়েছে এই ভাইরাস নিয়ে চিন্তাভাবনা। যেমন, সেখানকার স্বাস্থ্যমন্ত্রী রাজ্যবাসীর জন্য বিশেষ বার্তা দিয়েছেন। 

4/6
স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ
স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ

কেরালার স্বাস্থ্যমন্ত্রী এখনই বয়স্ক মানুষদের এবং অন্তঃসত্ত্বাদের মাস্ক পরার পরামর্শ দিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ শনিবার এই পরামর্শ দিয়েছেন। 

5/6
দুশ্চিন্তার কিছু নেই
দুশ্চিন্তার কিছু নেই

তিনি অবশ্য এর পাশাপাশি আতঙ্ক না ছড়াবার কথাও বলেছেন। বলেছেন চিনের রোগ নিয়ে এত দুশ্চিন্তার কিছু নেই। 

6/6
পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ
পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ

তবে, সতর্ক হতে তো দোষ নেই! সেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই তিনি যাঁরা কোনও শারীরিক সমস্যায় ভুগছেন তাঁরা এবং অন্তঃসত্ত্বা ও বয়স্ক মানুষদের মাস্ক পরতে শুরু করার পরামর্শ দিয়েছেন। বাচ্চারা অসুস্থ হলে তাদের আপাতত স্কুলে পাঠানোর দরকার নেই, বলেছেন এমন কথাও।





Read More