Wearing Masks in Kerala: ইতিমধ্যেই দেশের নানা প্রান্তে দ্রুতগতিতে ছড়াচ্ছে এই ভাইরাস। করোনার পরে ফের এক বিপদ! এবার উদ্বিগ্ন স্বয়ং মন্ত্রীও।
এখনও হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি)-র কোনও ঘটনা ঘটেনি ভারতে!
তবে সতর্কতা গ্রহণ শুরু হয়ে গিয়েছে। 'হিউম্যান মেটানিউমো ভাইরাসে' বা এইচএমপিভি (hmpv)-র সঙ্গে লড়ার জন্য বিভিন্ন রাজ্য নিজের মতো করে ভাবতে শুরু করে দিয়েছে।
যেমন, এখনই কেরালায় শুরু হয়ে গিয়েছে এই ভাইরাস নিয়ে চিন্তাভাবনা। যেমন, সেখানকার স্বাস্থ্যমন্ত্রী রাজ্যবাসীর জন্য বিশেষ বার্তা দিয়েছেন।
কেরালার স্বাস্থ্যমন্ত্রী এখনই বয়স্ক মানুষদের এবং অন্তঃসত্ত্বাদের মাস্ক পরার পরামর্শ দিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ শনিবার এই পরামর্শ দিয়েছেন।
তিনি অবশ্য এর পাশাপাশি আতঙ্ক না ছড়াবার কথাও বলেছেন। বলেছেন চিনের রোগ নিয়ে এত দুশ্চিন্তার কিছু নেই।
তবে, সতর্ক হতে তো দোষ নেই! সেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই তিনি যাঁরা কোনও শারীরিক সমস্যায় ভুগছেন তাঁরা এবং অন্তঃসত্ত্বা ও বয়স্ক মানুষদের মাস্ক পরতে শুরু করার পরামর্শ দিয়েছেন। বাচ্চারা অসুস্থ হলে তাদের আপাতত স্কুলে পাঠানোর দরকার নেই, বলেছেন এমন কথাও।