Hooghly Dacoity: দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পোলবা থানার পুলিস।
বিধান সরকার: প্রথমে প্রেশার মাপায়। তারপর ওষুধও নেয়। আর তারপর সেই ওষুধের দোকানের ক্যাশবাক্স-ই 'হাতসাফাই' করল দুষ্কৃতীরা।
ঘটনা হুগলির বরুনান পাড়া পোলবা বিডিও অফিসের সামনে একটি ওষুধের দোকানে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পোলবা থানার পুলিস।
আজ দুপুরে ওষুধের দোকানে একাই ছিলেন দোকান মালিক অরবিন্দ ঘোষ। তিনি জানান, একজন প্রেসার মাপতে আসেন। তাঁর সঙ্গে আসেন আরও ২ ব্যক্তি।
প্রেসার মাপা হয়ে গেলে তাঁর কাছ থেকে ওষুধ চান। কিন্তু ওষুধের দাম না দিয়েই দোকান ছাড়েন ওই ব্যক্তি। তখনও তাঁর সঙ্গে আসা আরও ২ ব্যক্তি দোকানেই বসেছিল।
এখন ওষুধের দাম আদায়ে প্রথম ব্যক্তির পিছু নেন দোকান মালিক অরবিন্দ ঘোষ। যদিও ওই ব্যক্তিকে আর পাওয়া যায়নি। ফিরে এসে অরবিন্দ বাবু দেখেন, ক্যাশবাক্স খালি।
দোকানে থাকা ২ ব্যক্তিও উধাও। প্রায় ৭-৮ হাজার টাকা চুরি হয়েছে বলে দাবি ওষুধ ব্যবসায়ী অরবিন্দ ঘোষের। এই ঘটনায় পোলবা থানার দারস্থ হন তিনি। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পোলবা থানার পুলিস।