PHOTOS

Hooghly Dacoity: হুগলির হার্মাদ! প্রেশার মাপিয়ে ওষুধ 'কিনে' রয়েসয়ে তাজ্জব করা ডাকাতি...

Hooghly Dacoity: দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পোলবা থানার পুলিস।

Advertisement
1/6
হুগলির ডাকাতি!
হুগলির ডাকাতি!

বিধান সরকার: প্রথমে প্রেশার মাপায়। তারপর ওষুধও নেয়। আর তারপর সেই ওষুধের দোকানের ক্যাশবাক্স-ই 'হাতসাফাই' করল দুষ্কৃতীরা।  

 

2/6
হুগলির ডাকাতি!
হুগলির ডাকাতি!

ঘটনা হুগলির বরুনান পাড়া পোলবা বিডিও অফিসের সামনে একটি ওষুধের দোকানে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পোলবা থানার পুলিস।

 

3/6
হুগলির ডাকাতি!
হুগলির ডাকাতি!

আজ দুপুরে ওষুধের দোকানে একাই ছিলেন দোকান মালিক অরবিন্দ ঘোষ। তিনি জানান, একজন প্রেসার মাপতে আসেন। তাঁর সঙ্গে আসেন আরও ২ ব্যক্তি। 

 

4/6
হুগলির ডাকাতি!
হুগলির ডাকাতি!

প্রেসার মাপা হয়ে গেলে তাঁর কাছ থেকে ওষুধ চান। কিন্তু ওষুধের দাম না দিয়েই দোকান ছাড়েন ওই ব্যক্তি। তখনও তাঁর সঙ্গে আসা আরও ২ ব্যক্তি দোকানেই বসেছিল। 

 

5/6
হুগলির ডাকাতি!
হুগলির ডাকাতি!

এখন ওষুধের দাম আদায়ে প্রথম ব্যক্তির পিছু নেন দোকান মালিক অরবিন্দ ঘোষ। যদিও ওই ব্যক্তিকে আর পাওয়া যায়নি। ফিরে এসে অরবিন্দ বাবু দেখেন, ক্যাশবাক্স খালি। 

 

6/6
হুগলির ডাকাতি!
হুগলির ডাকাতি!

দোকানে থাকা ২ ব্যক্তিও উধাও। প্রায় ৭-৮ হাজার টাকা চুরি হয়েছে বলে দাবি ওষুধ ব্যবসায়ী অরবিন্দ ঘোষের। এই ঘটনায় পোলবা থানার দারস্থ হন তিনি। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পোলবা থানার পুলিস।





Read More