Ajker Rashifal, 31 July 2025, Horoscope Today: Daily Horoscope for all Sun Signs- Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius, Pisces Rashifal - কেমন কাটবে আজকের দিন
আজ আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে। রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার জন্য রক্তচাপ বাড়বে।আজ কোনও কারে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে। অর্থ ভাগ্য ভাল হলেও পরিশ্রম থাকবে প্রচুর। প্রেম ও ভালবাসায় সাফল্য থাকবে। কুটির শিল্পের সঙ্গে যুক্তদের অগ্রগতি।
ব্যক্তিগত এবং পেশাদারি উভয় জায়গায় সমস্যা বৃদ্ধি হতে পারে। নিজের যত্ন না নিলে অর্গান ফেলিওরের মত শারীরিক সংকট দেখা দিতে পারে। তবে শারীরিক অসুখের দেখাও দিতে পারে।
অফিসে উন্নতির সুযোগ আসতে পারে। বাইরের কোনও কারণে জন্য আজ খরচ বাড়বে।বাজে লোকের জন্য ভয় বাড়তে পারে। ব্যবসায় সমস্যা বাড়বে। আপনার আনন্দ বাড়তে পারে। মায়ের দিক দিয়ে কষ্ট বাড়তে পারে। বাড়তি কাজের চাপ আসতে পারে। স্ত্রীর সঙ্গে একটু বুঝে চলুন।
মগজধোলাই করতে পারে এমন লোকেদের থেকে দূরে থাকুন। নিজের সিদ্ধান্ত নিজেই নিন। সমস্যার সম্মুখীন হলেও, চটজলদি সমাধান পেয়ে যাবেন।
নিজের প্রতিভা ফুটিয়ে তোলার আজ বিশেষ দিন। কোনও কিছুতে ভয় আপনার বুদ্ধি নষ্ট করতে পারে। আবেগের বশে কোনও কাজ করলে বিপদ হবে। অমাশয় জাতীয় রোগে কষ্ট পেতে পারেন।
সময় ভালো নয়। মায়ের সঙ্গে ঝামেলা হতে পারে, হতে পারে স্বাস্থ্যজনিত সমস্যাও। বড় সিদ্ধান্তগ্রহণ বা পেশা পরিবর্তনের সিদ্ধান্ত এড়িয়ে চলুন। এটি একটি ক্ষণস্থায়ী সময়, যা পার হলেই সুদিনের সম্ভাবনা।
পরিশ্রম সত্ত্বেও সংসারে অভাব অনটন থাকবে। যানবাহনে চলাচল খুব সাবধানে করতে হবে, বিপদের আশঙ্কা রয়েছে। প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ। পরিবারের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হবে।
ব্যক্তিগত এবং কর্মক্ষত্রে ইতিবাচক একটি সময়। আপনার পূর্বনির্ধারিত লক্ষ্য অর্জিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কেটে যাবে আর্থিক সংকটও।
বন্ধুর জন্য কোথাও সম্মানিত হতে পারেন। ব্যবসায় মনোবল থাকলে বাধা কাটবে। কাউকে পরামর্শ না দেওয়াই ভাল। আজ সারাদিন অলসতায় কাটবে এবং ব্যবসায় ক্ষতি হবে। বাড়ির পরিবেশ কিছুটা অনুকূল থাকবে। ভাই বা বোনের সঙ্গে ঝগড়া।
অন্যদের সঙ্গে মেলামেশার ব্যাপারে সতর্ক না থাকলে তার জন্য যন্ত্রণাভোগ করতে হতে পারে। তবে ভালো খবরও রয়েছে। আপনার নিকটজন কেউ যদি কঠিন সময়ের মধ্যে দিয়ে যান, তাঁরা আপনার সাহায্যে খারাপ সময় কাটিয়ে উঠতে পারেন।
আজ ব্যবসায় অতিরিক্ত পরিশ্রমেও লাভ হবে না। আপনার সঙ্গে আলোচনায় মানুষ শান্তি পাবে। খুব ভাল একটা যোগাযোগ আপনার জন্য অপেক্ষা করছে। সন্তানদের সঙ্গে মিশে যেতে হবে।
জ্যোতিষমতে এ রাশিতে যাঁদের জন্ম তাঁরা জন্মনেতা বা নেত্রী। কাজের জায়গায় তাঁদের দায়িত্বের বাড়বৃদ্ধি অর্থাৎ উন্নতি ঘটতে পারে।কোনও গুজবে কান দিয়ে মাথা গরম করবেন না। অল্পে সন্তুষ্ট থাকার চেষ্টাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে।
(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)